কবে থেকে শুটিং? জানাবে ৪ জুন

0
100

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

খুলেছে দোকানপাট, চলছে বাস-অটো, ধীরে ধীরে খুলবে অফিস কাছারিও। কিন্তু কবে থেকে শুরু হবে শুটিং? এই নিয়ে বেশ অনেকদিন ধরে জল্পনা তুঙ্গে। প্রতিবাদী পোস্টও মিলছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদের ঝড় ওঠা অস্বাভাবিক নয়। আজ কতদিন হয়ে গেল কত মানুষ কর্মহীন! অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ানের সংখ্যা নির্ণয় করতে গেলে হাঁপিয়ে উঠতে হবে।

shooting | newsfront.co
প্রতীকী চিত্র

তবে, আশার ফুলকি ছুটল যখন শোনা গেল ৪ জুন বৈঠক বসতে চলেছে এই বিষয়টিকে কেন্দ্রে রেখে। বৈঠকের পরই জানা যাবে কবে থেকে শুরু হবে শুটিং। এ প্রসঙ্গে আলোচনার জন্য সম্প্রতি মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে ইমপা, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, বাংলা বিনোদন চ্যানেলের প্রতিনিধিরা আলোচনা করে ঠিক করেন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৪ জুন।

Confirmation | newsfront.co

সূত্রের খবর অনুযায়ী কোভিড ১৯-এর জের থাকাকালীন শুটিংয়ে কলাকুশলীদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে, তার তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। বয়স্ক এবং শিশুশিল্পীদের ক্ষেত্রে শুটিংয়ের নিয়ম কী হতে পারে, সে প্রসঙ্গেও আলোচনা এগিয়েছে অনেকদূর।

আরও পড়ুনঃ ‘হাফ ডজন গপ্পো’ নিয়ে আসছে এসডিপি ভেঞ্চার

confirmation | newsfront.co

অপেক্ষাকৃত ছোট ইউনিট নিয়ে শুটিংয়ের কাজ করা যাবে কিনা, করা গেলেও সেক্ষেত্রে কজন কাজ করবে সেই ব্যাপারে পাকাপোক্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সিনেমার প্রযোজক-পরিচালকদের সঙ্গে আলোচনা করবেন পিয়া সেনগুপ্ত। খুশির খবর হল, এদিন উপস্থিত সব পক্ষই জুন মাসে টলিউডে শুটিং শুরুর পক্ষে ভোট দিয়েছেন। বাকিটা বলবে ৪ জুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here