প্রতিবন্ধী স্কুলের অচল অবস্থার অভিযোগে বহরমপুর মহকুমা শাসকের সঙ্গে বৈঠক

0
94

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

এবার প্রতিবন্ধী স্কুলে অচল অবস্থার অভিযোগ উঠল খোদ শহর বহরমপুরের একটি সরকারি প্রতিবন্ধী স্কুলে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের লিলিমা প্রভা প্রতিবন্ধী বিদ্যালয়ে অচল অবস্থার অভিযোগ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ওই বিদ্যালয়ের পাঠরত পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুল পরিচালন কমিটি ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি দলের সঙ্গে এই নিয়ে বহরমপুর মহকুমা শাসকের সঙ্গে বৈঠক হয় মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে।

meeting at DM office
নিজস্ব চিত্র

এদিন স্কুলের অভিভাবকরা জানান, কার্যত অচল অবস্থায় চলছে প্রতিবন্ধীদের এই বিদ্যালয়। হোস্টেলের খাবার থেকে শুরু করে বিদ্যালয়ের পঠন পাঠন পুরোটাই বেহাল। এই বিষয়গুলি নিয়েই তারা বহরমপুর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। যদিও অভিভাবকদের প্রশ্নগুলি সাংবাদিকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে করলে কোনরকম সদুত্তর পাওয়া যায়নি।

Students
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তালিবপুর বিজ্ঞান চক্রের উদ্যোগে স্বাস্থ্য শিবির সালারে

তবে বহরমপুর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় জানান, অভিভাবকদের সঙ্গে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করা হলো। এবার খতিয়ে দেখা হবে এবং স্কুলে যে সমস্ত বিষয়ে ক্ষোভ রয়েছে অভিভাবকদের তাও মেটানোর চেষ্টা করা হবে। তবে ৯০ বছরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন ওঠায় কার্যত বিপাকে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here