রাধিকা এবার আইনজীবী

0
249

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অনেক ঝড় ঝাপটা সামলে রাধিকা, কর্ণ আজ এক হয়েছে। অনেক স্বপ্ন, অনেক ভালোবাসায় সেজে উঠেছে তাদের ঘর৷ পায়েল সেন সর্বসমক্ষে মাথা নোয়ালেও মনে মনে ষড়যন্ত্র অটুট রেখেছে।

karna radhika | newsfront.co

তবে, সবমিলিয়ে ভালই চলছিল সেন সংসার৷ হঠাত দমকা হাওয়ায় ফের ওলটপালট সব৷ ধারাবাহিকের চরিত্রই তাই অবশ্য। সব ঠিকঠাক এগোলে গল্প থেমে যাবে৷…হঠাতই হাজির কর্ণর প্রাক্তনী জাহ্নবী। সঙ্গে নিয়ে নিজের স্বামী। কর্ণকে দেখে জাহ্নবীর মনে পুরনো প্রেম কতটা চাগাড় দিয়েছে সেটাই প্রশ্নের৷

jannavi | newsfront.co

তবে রাধিকা আর কর্ণর মধ্যে একটা দূরত্ব সে তৈরি করতে চাইছে সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই।কর্ণকে চক্রান্ত করে ফাঁসায় জাহ্নবী। অ্যারেস্ট হয় কর্ণ। জামিনে ছাড়াও পায়। কোর্টে কেস ওঠে। শুনানির দিন কর্ণের উকিল অনুপস্থিত।

radhika | newsfront.co

সেই জায়গায় কেস লড়তে আসে রাধিকা। এবার একেবারে অন্য ভূমিকায় রাধিকা সেন দেখাবেন কামাল। বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলায়।প্রসঙ্গত, সম্প্রতি বদল ঘটেছে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের পরিচালকের।

আরও পড়ুনঃ বাউল গান ও নাটকের মেলবন্ধনে মনোজ্ঞ সন্ধ্যা

অয়ন সেনগুপ্তর জায়গায় এসেছেন পাবেল ঘোষ।সোম থেকে শুক্র রাত সাড়ে ১০ টায় দেখুন ‘কী করে বলব তোমায়’, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here