‘মহাপীঠ তারাপীঠ’-এ দুদিনের মহাপর্ব

0
684

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘মহাপীঠ তারাপীঠ’-এ পরপর দুদিন এক ঘণ্টার মহাপর্ব দেখবে দর্শক। আসছে তারা স্নান পর্ব৷ বর্ষপঞ্জী অনুসারে, প্রতি ১০০০ বছরে একবার আসে এই বিশেষ দিন।

tara maa | newsfront.co

bama | newsfront.co

তাই খুব পবিত্র দিন হিসেবে বিবেচিত হয় এই তারা স্নানের দিনটি।মা তারাকে তার মহামানব অনুগামী বামা কীভাবে ‘মহাস্নান’ (স্নানের অনুষ্ঠান) করিয়েছিলেন তা দেখানো হবে পর্বদুটিতে।

tarapith | newsfront.co

আরও পড়ুনঃ পুত্র সন্তানের জন্ম দিলেন মধুবনী

সেই সময় কী কী বাধার সৃষ্টি হয়েছিল তাও দেখানো হবে দর্শককে৷ এহেন ধর্মীয় ইতিহাস উঠে আসবে ১২ এবং ১৩ এপ্রিলের পর্বদুটিতে। চোখ রাখুন রাত ১০ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here