মহা সোমবারে মোহরের জীবনে কী ঘটবে?

0
380

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অবশেষে কাছাকাছি শঙখ আর মোহর। হিসেবমতো তাদের আজ ফুলশয্যা। আর এই বিশেষ দিনে ভালোবাসাকে কোনও উপহার দেবে না তা তো হতে পারে না৷ তাই মোহরকে নিয়ে জুয়েলারির দোকানে যায় শঙখ। মোহর অবাক! চকিতে চমকে ওঠে সে।

কিন্তু এই সুখের বাসায় ঢিল মারতে তো আছেই একজন। সে শ্রেষ্ঠা। সে শঙখর বিরুদ্ধে পুলিশের কাছে যায়। পাশাপাশি শঙখ আর মোহর যে জুয়েলারি শপে গেছে সেখানেও হানা দেয় সে। তারপর কী হতে পারে তা জানতে হলে তো দেখতেই হবে মহা সোমবারের মহা ধামাকা।

আরও পড়ুনঃ ইন্দ্রদীপের সুরে ‘নীরবতা দাও গান’

আরও পড়ুনঃ ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র হোস্ট যিশু সেনগুপ্ত

বলাবাহুল্য, মোহর আর শঙখদীপের এই ‘হয়েও হয় না’ প্রেম নিয়ে বেশ অধৈর্য হয়ে উঠেছিল দর্শক। অবশেষ তাদের শান্ত করলেন লীনা গঙ্গোপাধ্যায়। এবার শুরু হল দুজনের লভ জার্নি। তবে, সেই জার্নিতে যে অনেক বাধা আসবে তা বলার অপেক্ষা রাখে না।

আজ রাত ৮ টায় ‘মোহর’-এর মহাধামাকা দেখুন স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here