শালবনীতে মেগা জব ফেয়ার

0
71

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

শালবনী বেসরকারি ITI এর পরিচালনায় আজ ITI এর সভাকক্ষে অনুষ্ঠিত হল মেগা জব ফেয়ার ২০১৮। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই জব ফেয়ারের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু। এছাড়াও এই কর্ম মেলায় উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মিলনানন্দ জী, খড়্গপুর গ্রামীনের বিধায়ক দিনেন রায়, জেলাপরিষদের সদস্যা অঞ্জলি মাহাতো সহ আন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ITI এর চেয়ারম্যান অসিত ঘোষ জানান, এদিন বহু ধরনের কোম্পানীর উচ্চস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্ম দক্ষতা অনুযায়ী বহু ছাত্রছাত্রীরা বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পাবে।

নিজস্ব চিত্র

অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন “আগের সরকারের আমলে ইঞ্জিনিয়ারিং এর অভাবে বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে। তাই আমাদের সরকার ক্ষমতায় আসার পরেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দক্ষ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন টেকনিক্যাল বিভাগে দক্ষ কর্মী তৈরী করার জন্য ITI করার সিদ্ধান্ত নেয়। এখন এই জেলার শালবনীতে বেশ কয়েকটি শিল্প স্থাপন হয়েছে। যেখানে সুযোগ পাচ্ছে এইসব এলাকারই যুবক যুবতীরা। এটাই চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গোটা রাজ্য জুড়ে আগামী দিনে আরো শিল্পস্থাপন হবে। যেখানে রাজ্যের বহু যুবক যুবতীদের কর্মসংস্থান ঘটবে বলেও আশা প্রকাশ করেন” ।

আরও পড়ুনঃ সোনার ডিম পাড়া মুরগি উদ্ভাবন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here