নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একদিকে দিল্লির রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, একই সঙ্গে রাজধানীর রাজপথ সাক্ষী থাকলো মেগা ট্রাক্টর র্যালির। একইভাবে, সংসদে ১ ফেব্রুয়ারি যখন সাধারণ বাজেট পড়বেন নির্মলা সীতারমণ, তখন দেশ সাক্ষী থাকবে আরও এক মেগা কিষাণ র্যালির। তবে এবার আর ট্রাক্টর নয়, পায়ে হেঁটে সংসদ ভবন অভিযান কৃষকদের। আন্দোলনরত কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি তাঁরা পায়ে হেঁটে সংসদ ভবন অভিযান করবেন।

যে সংগঠনগুলি সিঙ্ঘু সীমান্তে কৃষক আন্দোলনে রয়েছে, পাশাপাশি সরকারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে, তাদের মধ্যে অন্যতম কীর্তি কিষাণ সংঘ। সেই সংগঠনের নেতা দর্শন পাল সোমবার এই ঘোষণা করেছেন।
তাঁরা জানিয়েছেন, এই সংসদ অভিযানকে আইন অমান্য কর্মসূচি হিসেবে পালন করা হবে। পূর্ণাঙ্গ কর্মসূচি আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে কৃষক সংগঠনগুলির তরফে, এমনটাই জানিয়েছেন দর্শন পাল। কীর্তি কিষাণ সংঘের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ হবে এই পদযাত্রা।
ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি বলবীর সিং বলেন, “আজকের ট্রাক্টর র্যালির পর কাউকে গ্রামে ফিরতে না করা হয়েছে। বরং সিংঘু সীমান্তে তাঁরা অবস্থান করবেন।”
আরও পড়ুনঃ কৃষকদের রুখতে লাঠি টিয়ারগ্যাস জলকামানে রণক্ষেত্র সিংঘু সীমান্ত
অঘোষিত রুট দিয়ে ট্রাক্টর র্যালি দিল্লি ঢোকার চেষ্টা করলে লোনি সীমান্তে সাময়িক উত্তেজনা তৈরি হয়। কৃষকদের সঙ্গে সাময়িক সংঘাত বাঁধে পুলিশের। এডিসিপি (সহদরা জেলা) সঞ্জয় সাইন বলেন, “প্রায় ২৫০ কৃষক ট্রাক্টর নিয়ে অপ্সরা সীমান্তে দিয়ে দিল্লি ঢোকার চেষ্টা করেছিল। আমরা তাঁদের ঘোষিত রুট দিয়ে ঢুকতে অনুরোধ করেছি। গাজিপুর ফ্লাইওভার থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে রুটে। তাঁদের পিছনে অন্য কৃষকেরা ছিলেন, তাঁদের একইভাবে রুট বদলের অনুরোধ করা হয়েছে।”
আরও পড়ুনঃ করোনা টিকা নিয়ে গুজব ছড়ালেই এবার কড়া ব্যবস্থা, রাজ্যগুলিকে কেন্দ্রের নির্দেশ
এদিকে, সোমবার কৃষকদের আহ্বানে আয়োজিত মেগা ট্রাক্টর র্যালির অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। তবে শর্তাধীনে এই অনুমতি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের দেওয়া ৩৭টি শর্তের মধ্যে অন্যতম, সর্বোচ্চ ৫ হাজার ট্রাক্টর-সহ ৫ হাজার কৃষকের জমায়েত করা যাবে র্যালিতে। এই শর্ত ভাঙলে র্যালির অনুমোদন খারিজ করে দেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584