বোরডাঙ্গিতে অজ্ঞাত পরিচয় মূক-বধির বৃদ্ধা, প্রশাসনিক সাহায্যের প্রতীক্ষা স্থানীয়দের

0
61

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

হাড় কাঁপানাে শীতের মধ্যে এক মূক-বধির অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুর শহরের বোরডাঙ্গিতে।

Mentally depressed woman | newsfront.co
অসহায়। নিজস্ব চিত্র

জানা গেছে, বােরডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল রান্নাঘরের বারান্দায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধা। খেয়ে না খেয়ে চূড়ান্ত কষ্টের মধ্যে আছেন ৬৫ বছরের ওই বৃদ্ধা। স্বাভাবিক ভাবেই ওই বৃদ্ধাকে সরকারি পরিষেবা দেওয়ার দাবি তুলেছেন স্কুলপাড়ার বাসিন্দারা।

mentally lost | newsfront.co

জানা গেছে, গত মাস তিনেক আগে গঙ্গারামপুর বােরডাঙ্গি এলাকার যাত্রী প্রতীক্ষালয়ে অসহায় এক বৃদ্ধাকে দেখতে পান এলাকার স্কুলপাড়ার মানুষজন। স্থানীয়দের অনুমান কেউ বা কারা ওই বৃদ্ধাকে স্কুলের সামনে রেখে গেছেন। ভালােভাবে কথা বলতে অক্ষম অসহায় ওই বৃদ্ধাকে দেখে সাহায্য করতে এগিয়ে আসেন বােরডাঙ্গি স্কুলপাড়ার মানুষজন।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে গোষ্ঠীদ্বন্দ্বের তদন্তে উদ্ধার কারবাইন

কিন্তু তিনি কথা বলতে না পারায় এবং চলতে ফিরতে না পারায় চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। বর্তমানে ওই বৃদ্ধার আস্তানা হয়েছে বােরডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল রান্নাঘরের বারান্দায়। কিন্তু চরম শীতের মধ্যে এক অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটছে তাঁর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here