নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সংসার নাকি ককপিট কোনটা বেছে নেবে তিতলি? এই মুহূর্তে এই প্রশ্নের মুখেই দাঁড়িয়ে আছে ‘তিতলি’ ধারাবাহিকের তিতলির জীবন। বাড়িতে দুর্গাপুজোর কাজের ভার তিতলির উপর দেয় তার শাশুড়ি মা।
অষ্টমীর অঞ্জলির আয়োজন থেকে শুরু করে পুজোর ভোগ- সব দায়িত্বই এবার তার কাঁধে। কিন্তু তা মেনে নিতে চায় না তিতলির শ্বশুর অপরেশ।
ওদিকে সেই দিনই ফর্ম ফিল আপ না করলে তার আর পাইলট হওয়া হবে না বলে খবর আসে সানির কাছে। যদিও গোটা ব্যাপারটা সুদীপ্ত আর রাহির একটা চাল৷
আরও পড়ুনঃ মৃগয়ার পথে অঙ্কুশ-দর্শনা
এবার কী করবে তিতলি? শাশুড়িমাতার নির্দেশ নাকি আকাশে ওড়ার স্বপ্নপূরণ- কোনটাকে বেছে নেবে তিতলি?
জানতে হলে ৯ নভেম্বর দেখতে হবে ‘তিতলি’র মহা সোমবার পর্ব। পাশাপাশি সোম থেকে রবি সন্ধে সাড়ে ৬ টায় চোখ রাখুন স্টার জলসায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584