শুধু কাশ্মীরের দখল চায় এরা-মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন মুফতি

0
86

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দীর্ঘ ১৪ মাসের বন্দিদশা কাটিয়ে ফিরেই মোদী সরকারকে তীব্র আক্রমণ মেহবুবা মুফতির, “দেশ চলবে সংবিধান অনুযায়ী, বিজেপির ইশতেহার অনুযায়ী নয়।”

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৪ মাসের বন্দিদশা থেকে সম্প্রতি মুক্তি পেলেন, তারপরেই সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

Mehbooba Mufti | newsfront.co
সাংবাদিক সম্মেলনে মেহেবুবা মুফতি। ছবিঃ এএনআই টুইট

শুক্রবার মোদী সরকারকে তীব্র আক্রমণ করে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,দেশ সংবিধান অনুযায়ী চলবে, বিজেপির ইশতেহার অনুযায়ী নয়। এদের কাছে জম্মু-কাশ্মীরের মানুষ গুরুত্বপূর্ণ নয়, শুধু কাশ্মীরের দখল চায় এরা।

সাংবাদিক সম্মেলনে মেহবুবার অঙ্গীকার, কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ তিনি ফেরত আনবেন, একইসঙ্গে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান করবেন।

কাশ্মীরের পৃথক পতাকাকে সামনে রেখে গুপকারের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই মেহবুবা বলেন, আমার পতাকা হল এটা। যেদিন এই পতাকা কাশ্মীরে ফিরবে সেদিন আমরা তেরঙ্গাও উত্তোলন করবো, কিন্তু যতদিন না পুরনো পতাকা ফিরছে ততদিন অন্য কোনও পতাকা তা সে তেরঙ্গাই হলেও আমাদের সাথে তার কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ জেএনইউ বিশ্ববিদ্যালয়ে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ব্যবহার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি

উপত্যকায় এক ছাতার তলায় এসেছে এনসি, পিডিপি, সিপিআইএম-সহ একাধিক রাজনৈতিক দল, তৈরি হয়েছে নতুন জোট। জম্মু-কাশ্মীরের পুরোনো মর্যাদা ফিরিয়ে আনতেই এই জোট তৈরি করা হলো বলে জানিয়েছেন তাঁরা। জোটের নাম দেওয়া হয়েছে পিপলস এলায়েন্স ফর গুপকার ডিক্লারেশন। জম্মু-কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা ফেরানোই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানান আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here