শ্যামল রায়, পূর্বস্থলীঃ
করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। তবে ভারতে এর প্রভাব পড়লেও এ রাজ্যে তেমন ভাবে দেখা মেলেনি এই করোনার। বিশ্ব দরবার থেকে এই মহামারীকে দূর করতে আগামী বৈশাখ মাসের ৩ তারিখে অনুষ্ঠিত হবে বুড়ো মা মন্দিরে মায়ের বার্ষিক পুজো ও তার সাথে সর্ববৃহৎ মেলাও।
মঙ্গলবার পুজো পরিচালনা কমিটির অন্যতম কর্ণধাররা জানিয়েছেন, করোনা ভাইরাস নিয়ে একটা চিন্তার বিষয় আমাদের মধ্যে রয়েছে। তবে তিথি অনুযায়ী মন্দিরে পুজো হয়ে থাকে আমরা কি করবো এখনও ভেবে পাচ্ছিনা।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে গ্রামীণ চিকিৎসকদের প্রচার অভিযান
তবে মায়ের পুজো করা হবে এমনটাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবুও গোটা বিষয়ের উপর আমরা নজর রাখছি ।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বুড়ো মা মন্দিরে পুজোর দিনেই হবে এক সর্ববৃহৎ মেলা। এমনটাই জানালেন বুড়ো মা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক বিশ্বনাথ মুখোপাধ্যায় ।
তিনি এ দিন আরও জানিয়েছেন, এই মেলা প্রাঙ্গণে হাজার হাজার পূণ্যার্থী ভক্তরা জমায়েত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে হয় যাত্রা, বাউল গান ইত্যাদি। তারই প্রস্তুতি চলছে জোর কদমে ।
মেলা সফল করবার জন্য ইতিমধ্যে ভক্তরা সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়েছেন। এমনকি বাংলাদেশ থেকেও ভক্তরা এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। চারদিন ব্যাপী মেলা চলবে বলে স্থানীয় সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584