মনিরুল হক, কোচবিহারঃ
মহাকুমার ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুবিধার্থে দিনহাটা ২ নং ব্লকের ঘোষিত ডিগ্রী কলেজ স্থাপনের দাবিকে সামনে রেখে জাঠার পাশাপাশি দিনহাটা ২ ব্লকের বিডিও-কে ডেপুটেশন দিল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই। সংগঠনের পক্ষ থেকে সোমবার ওই সাইকেল জাঠার শুভ সুচনা করেন প্রাক্তন ছাত্র নেতা তথা সিপিআইএম নেতা তারিনী রায়। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তারাপদ বর্মন, ছাত্রনেতা আকীক হাসান, সিপিআইএমের যুব সংগঠনের নেতা শম্ভু চৌধুরী, অভিনাব রায়, এন্দাদুল হক্, কৌশিক রায়, শুভ্রালোক দাস সহ আরও অনেকে।
আরও পড়ুন: পরিবেশ মেলার সূচনা
এদিন ওই সাইকেল জাঠা দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জে শেষ হয়। পরে ব্লকের বিডিওর সাথে দেখা করে তার হাতে দিনহাটা ২ নং ব্লকে দ্রুত কলেজ স্থাপনের দাবি জানান তাঁরা। তাদের দাবি, বেশ কয়েকদিন আগে প্রশাসনিক স্তরে ঘোষণা করা হয় দিনহাটা মহকুমায় আরও একটি কলেজ মহাবিদ্যালয় স্থাপন করা হবে। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোচবিহার সফরে এসে প্রশাসনিক জনসভার মঞ্চ থেকে ঘোষণা করেন এই মহকুমায় কোনও মহাবিদ্যালয় স্থাপন করা হবে না। এই মহকুমার সমস্ত ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে দিনহাটা ২ নং ব্লকে অবিলম্বে মহাবিদ্যালয় স্থাপন করা হোক।
সংগঠনের পক্ষে ছাত্র নেতা আকীক হাসান, সিপিআইএমের যুব সংগঠনের নেতা শম্ভু চৌধুরী বলেন, “অবিলম্বে দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপনের দাবিকে সামনে রেখে দিনহাটা ২নং ব্লকের বিডিও র কাছে ডেপুটেশন দেওয়া হল। এতে যদি কোনরকম সুরাহা না হয়। তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তাঁরা জানান।”
উল্লেখ, কয়েক মাস আগে কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ঘোষণা করেন দিনহাটা ২ নং ব্লকে এবং সিতাই ব্লকে আরও একটি কলেজ স্থাপন করা হবে। এরপর দিনহাটা ২ নং ব্লকের কলেজ স্থাপন করার জন্য জমি দেখার কাজ শুরু হয়। এমনকি দিনহাটা ২ নং ব্লকের কোথায় কলেজ স্থাপন করা হবে সেই জন্যে দিনহাটা শহরে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেখান থেকে ঠিক হয় দিনহাটা ২ নং ব্লকের ভেকরা পুলে এই কলেজ স্থাপন করা হবে। কিন্তু কয়েক মাস আগে কোচবিহারে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি। এরপর প্রশাসনিক জনসভার মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন এই মুহুর্তে কোনও কলেজ স্থাপন করা হবে না। এরপর থেকেই দিনহাটা মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘোষণার পর থেকে আন্দোলনে নামে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতে গণতান্ত্রিক যুব ফেডারেশন। এই দাবিকে সামনে রেখে এদিনও ফের আন্দোলনে নামলেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584