বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

0
72

মনিরুল হক, কোচবিহারঃ

বিদ্যুৎ বিল কমানোর দাবীতে কোচবিহারের বিদ্যুৎ দফতরে জমায়েত করে স্মারকলিপি দিল ফরওয়ার্ড ব্লকের যুব লীগ সংগঠন। আজ কোচবিহারের খাগড়াবাড়ি বিদ্যুৎ দফতরে ওই স্মারকলিপি দেয়। ওই স্মারকলিপি প্রদান কর্মসূচীর নেতৃত্ব দেন সংগঠনের জেলা সাধারন সম্পাদক তপন সরকার।

Memorandum demanding withdrawal of electricity tariff
নিজস্ব চিত্র

এদিন এবিষয়ে সংগঠনের জেলা সাধারন সম্পাদক তপন সরকার জানান, রাজ্য জুড়ে তাঁদের ওই কর্মসূচি চলবে। এদিন কোচবিহারের খাগরাবাড়িতে জমায়েত করে স্মারকলিপি দিয়ে বিদ্যুৎ বিল কমানোর দাবী জানানো হয়েছে।

এছাড়াও তাঁদের অন্যান্য দাবী গুলি হল দেশের অনান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এরাজ্যেও বিদ্যুৎ বিল নেওয়া, ইউনিট প্রতি বর্ধিত মূল্য প্রত্যাহার করা, ত্রৈমাসিক বদলে প্রতি মাসে মিটার রিডিং নিয়ে মাসিক বিলের ব্যবস্থা করা, কৃষিক্ষেত্রে কৃষকদের সেচের জন্য অর্ধেক মূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সহ বিভিন্ন দাবী ওই স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। তাঁদের দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দলন গড়ে তোলার হুমকিও দেওয়া হয় ওই সংগঠনের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here