বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ ও বর্জন করার জন্য এগিয়ে এসেছিল বিভিন্ন সমাজকর্মী সংগঠনগুলি। যদিও এরপর অনেকটাই গিয়েছিল প্লাস্টিকের ব্যবহার। তবে পুরনিগমের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে আন্দোলনে নামার হুমকি দিলেন শহরের পরিবেশপ্রেমীরা। এদিন শিলিগুড়ি পরিবেশ বাঁচাও মঞ্চের তরফে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এর পাশাপাশি শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্যের সাথেও দেখা করেন পরিবেশপ্রেমীরা।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশপ্রেমী অনিমেষ বসু বলেন যে শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগ বহুদিন ধরেই নিষিদ্ধ এবং এর ব্যবহার বন্ধ করতে বহুদিন ধরেই আমরা রাস্তায় নেমেছি। কিন্তু প্রশাসনিক গাফিলতির দরুন তা পুরোপুরিভাবে বন্ধ করা যায়নি।
আরও পড়ুনঃ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা মিছিল
আর তার জন্য এদিন পুরনিগমের আধিকারিকদের সাথে দেখা করে তাদেরকে বলা হয়েছে অবলিম্বে এই প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। আর তা নাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584