যানজট দূরীকরণে স্মারকলিপি

0
62

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Memorandum of removal of traffic congestion
নিজস্ব চিত্র

ইতিমধ্যেই মেদিনীপুর শহরের জনঘনত্ব যেমন বাড়ছে তার পাশাপাশি বাড়ছে যানবাহনও।এই পরিস্থিতিতে এলাকাবাসীর অনেক দিনের দাবি ছিল পার্কিং জোনের। সেইভাবে বারে বারে জানানো হচ্ছিল পৌরসভার আধিকারিকদের,অন্য দিকে শহরের যান চলাচলের সাথে সাথে হু হু করে বাড়তে শুরু করেছে বিভিন্ন শপিং মল।

ফলে আরও যানজটের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরে পার্কিং জোন সহ একাধিক দাবি-দাবা নিয়ে বৃহস্পতিবার এসডিওর দফতরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ নিত্য যানজটে নাজেহাল বুদবুদ বাজার

মূলত দাবিগুলি হল,শহরে পার্কিং জোন না করে নতুন করে শপিং মল তৈরির অনুমতি না দেওয়া,এছাড়াও গ্রীষ্মকালীন শহরের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা মেটাতে হবে,অন্যদিকে পৌরসভার অনুমতি না নিয়ে যে সব বেআইনি ভাবে নির্মাণ কার্য চলছে সেগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করা, বর্ষাকালে যেসব ওয়ার্ডে জল নিকাশের ব্যবস্থা করা নেই অথবা বহু দিন সারাই করা হয়নি সেসব গুলির উপর লক্ষ রাখা।

এছাড়াও শহরের ফুটপাথ তৈরির নামে কোটি কোটি টাকার নয়ছয় করা হচ্ছে এই অভিযোগে এদিন এসডিওর দফতরে স্মারকলিপি প্রদান করা হয়‌।এ দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সইফুল ইসলাম সহ একাধিক কর্মীবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here