মনিরুল হক,কোচবিহারঃ
সাবেক ছিট মহলের বাসিন্দাদের জমির অধিকার দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে দিনহাটার মহকুমা শাসককে স্মারকলিপি দিল সীমান্ত উন্নয়ন সংগ্রাম কমিটি। এদিন দিনহাটা শহরে মিছিল করে মহকুমা শাসককে ওই সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এদিন মিছিলে ছিলেন ওই সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা আব্দুর রউফ, রৌশন হাবিব, বিকাশ মন্ডল, রফিকুল ইসলাম, মজিবর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
এদিন ওই সংগ্রাম কমিটির নেতা আব্দুর রউফ বলেন, ছিটমহল বিনিময়ের পর সাবেক ছিটবাসীদের এখনো জমির অধিকার দেওয়া হয়নি। পাশাপাশি সীমান্ত এলাকায় অসমাপ্ত রাস্তার কাজ দ্রত শেষ করতে হবে। সব নাগরিকের রেশন কার্ড ও ভোটার তালিকায় নাম তোলার ব্যাবস্থা করতে হবে। সীমান্তের বাসিন্দারের যাতায়াতের সময় যাতে বিএসএফ বাধা নিষেধ আরোপ করে, তা প্রত্যাহার করা এবং চাষবাসের জন্য কাঁটাতারের গেট সারাদিন খোলা রাখার দাবিতে আজ মহকুমা শাসকে ডেপুটেশন দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584