আটদফা দাবিতে চা শ্রমিকদের স্মারকলিপি যুগ্ম শ্রম আধিকারিককে

0
36

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Memorandum of tea garden worker to joint labor officer
নিজস্ব চিত্র

শুক্রবার আট দফা দাবি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান শ্রমিক ও কর্মচারীর যৌথ মঞ্চের পক্ষ যুগ্ম শ্রম আধিকারিককে একটি স্মারকলিপি দিল।

Memorandum of tea garden worker to joint labor officer
নিজস্ব চিত্র

এদিন সংগঠনের তরফ থেকে বাঘাযতীন পার্কের সামনে থেকে একটি মিছিল বের করেন। এরপর মিছিলটি শহর শিলিগুড়ির কোর্টমোড় ও চিল্ড্রেনপার্ক পরিক্রমা শেষ যুগ্ম শ্রম আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে। এরপর স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ স্থানীয় মানুষের ক্ষোভে বন্ধ মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা রাস্তার কাজ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্য সাধন দাশগুপ্ত বলেন যে,বহুদিন ধরেই সরকারের পাশাপাশি মালিকরা বঞ্চনা করে চলেছে চা শ্রমিকদের সঙ্গে।তাই চা শ্রমিকদের স্বার্থে বেশ কিছু দাবী জানালো হল যুগ্ম শ্রম আধিকারিককে।

যদিও যুগ্ম শ্রম আধিকারিক জানান যে,এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here