বিডিও র কাছে স্মারকলিপি প্রদান করলো মুজনাই চা বাগান শ্রমিকরা

0
66

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

memorandum of tea garden workers to the bdo
নিজস্ব চিত্র

অরাজনৈতিক ভাবে নিজেদের জীবিকার স্বার্থে বিভিন্ন দাবি জানিয়ে বৃহস্পতিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বিডিও কে স্মারকলিপি দিল বন্ধ মুজনাই চা বাগানের শ্রমিকরা।

এদিন দুই শতাধিক মহিলা ও পুরুষ শ্রমিক এদিনের আন্দোলনে সামিল হন।তাদের দাবি অবিলম্বে চা বাগান খুলতে হবে,বন্ধ অবস্থায় প্রতি শ্রমিক কে প্রতি মাসে ১৫০০০ টাকা প্রদান,বাগানে বিশেষ জি,আর ও ক্যাস জি আর চালু করা,ষাটোর্ধ বয়সী শ্রমিকদের পেনশন প্রদান,গাড়ির অভাবে প্রায় অর্ধেক পড়ুরার পড়া বন্ধ তার জন্য অবিলম্বে গাড়ির ব্যবস্থা করা,শ্রমিকদের বকেয়া পেনশন,গ্রাচুয়েটি ও মজুরি মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।বিডিও না থাকায় জয়েন্ট বিডিও র হাতে দাবি পত্র তুলে দেওয়া হয়।তবে দাবি পত্রে উল্লেখ আছে এক সপ্তাহের মধ্যে বাগান না খুললে আগামি ৭ ফেব্রুয়ারি পায়ে হেটে জেলা শাসকের দপ্তরে হাজির হবার হুমকি দেন শ্রমিকরা।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য চিনকু উরাও বলেন হঠাৎ বাগানটি বন্ধ হওয়ায় শ্রমিকরা বিপাকে পড়েছে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে আইনি সচেতনতা শিবিরের আয়োজন

পাশাপাশি গাড়ির অভাবে পড়ুয়াদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে।তাই শ্রমিক,ছাত্রছাত্রী এবং গ্রাম বাসীরা মিলিত ভাবে বিভিন্ন দাবি নিয়ে বিডিও কে স্মারক লিপি দেওয়া হয়েছে।’আমাদের মূল দাবী অবিলম্বে বাগান খুলতে হবে।’ জয়েন্ট বিডিও অভিজিত রায় জানান, শ্রমিকরা বাগান খোলার পাশাপাশি অন্যান্য দাবি নিয়ে এসেছিল।তবে বাগান খোলা সহ বিভিন্ন বিষয়গুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here