কেন্দ্র সরকারের বাণিজ্য নীতির প্রতিবাদে কোচবিহারে স্মারকলিপি ব্যবসায়ীদের

0
34

অমৃতা চন্দ,কোচবিহারঃ

একদিকে অনলাইনে ব্যবসা অন্যদিকে শপিংমল এই দুইয়ের যৌথ আক্রমণের ফলে খুচরা ও পাইকারি ব্যবসায় নানাভাবে আঘাত নেমে আসছে বলে অভিযোগ এনে ব্যবসা বন্ধ রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামল দিনহাটা ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পাইকারি ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে সোমবার দিনহাটা মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে মহকুমা শাসক শেখ আনসার আহমেদের মাধ্যমে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিবাদ। নিজস্ব চিত্র

এদিন বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, পাইকারি ব্যবসায়ী সংগঠনের সভাপতি অংকুর বর্ণয়াল, সম্পাদক অশোক পাল, চেয়ারম্যান অসীম কুমার পাল, সহ-সভাপতি পবন ছালানি , দীপঙ্কর ঘোষ প্রমুখ। এদিন বিক্ষোভ চলাকালীন মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, পাইকারি ব্যবসায়ীদের সংগঠন সভাপতি অংকুর বার্ণয়াল প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধিদল মহকুমা শাসকের সাথে দেখা করে তার হাতে ডেপুটেশন তুলে দেন।

সংগঠন সূত্রে জানা গেছে বর্তমানে অনলাইনে ব্যবসা যেভাবে থাবা বসিয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের ভুল বাণিজ্য পলিসির জন্য আগামী দিনে পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এদিন বিক্ষোভ ডেপুটেশনের পর
মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন উত্তরবঙ্গের আটটি জেলাতেই এদিন এই আন্দোলন সংগঠিত হয়। অনলাইন ব্যবসায় যেভাবে মানুষকে ঠকানো হচ্ছে প্রতারিত করা হচ্ছে এমনকি বিভ্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন।এদিন বিক্ষোভ ডেপুটেশন দেওয়ার আগে সংগঠনের একটি মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here