নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নস্যশেখ উন্নয়ন পরিষদ তাদের সম্প্রদায়গত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল।
এদিন আলিপুরদুয়ার শহরে সংশ্লিষ্ট সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আলিপুরদুয়ার চৌপথি থেকে বের হয়ে ডুয়ার্স কন্যা অফিসে মোট চার দফা দাবি নিয়ে জেলাশাসকে স্মারকলিপি দেয়।
নস্যশেখ উন্নয়ন পরিষদের দাবি গুলি যথাক্রমে ১) অবিলম্বে নস্যশেখ উন্নয়ন পরিষদ দিতে হবে। ২) অবিলম্বে নস্যশেখদের ভূমিপুত্র(OI) হিসাবে স্বীকৃতি দিতে হবে। ৩) ১৯৭১ সালের আগের পুরনো ভোটার লিস্ট , পুরনো জমির দলিল ও খতিয়ানের প্রতিলিপি পঞ্চায়েত ও ব্লক পর্যায়ে পৌঁছে দিতে হবে। ৪) অবিলম্বে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন ও কামতাপুরী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে।
আরও পড়ুনঃ তৃণমূলের মিষ্টি বিতরণ নিয়ে কটাক্ষ বিজেপির
নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কাউসর আলম ব্যাপারি বলেন, “আমাদের গোটা উত্তরবঙ্গ জুড়ে পিছিয়ে পড়া ৫০ লক্ষ জনজাতি মানুষ আছেন তাদের ওয়াই জনজাতির অন্তর্ভুক্ত করতে হবে। ওয়াই জনজাতি হলে এন.আর.সির ক্ষেত্রে এটাই রক্ষাকবচ হয়ে দাঁড়াবে। একই সঙ্গে তিনি এও বলেন আমাদের মুলত কামতাপুর ভাষা তাই এই ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584