বহিরাগত শিল্পীদের হেনস্থার প্রতিবাদে স্মারকলিপি মহকুমা শাসককে

0
40

অমৃতা চন্দ, কোচবিহারঃ

বহিরাগত শিল্পীদের হেনস্থা করার প্রতিবাদে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বিভিন্ন অরাজনৈতিক সংগঠন ও দিনহাটার শিল্পী বৃন্দ।

গত ২ মাস যাবৎ ঘটে যাওয়া চুরির ঘটনার কুল কিনারা করতে ভিন দেশ থেকে দিনহাটা শহরে কাজ করতে আসা লোকেদের জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পরিচয় পত্র খতিয়ে দেখার জন্য দিনহাটা থানায় ডাকা হচ্ছে। সেইরকমই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পাঁচ জন ডেকরেটর শিল্পীকে। এই পাঁচ জন দিনহাটার ডেকরেটর শিল্পী জয়ন্ত সাহার তত্বাবধানে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। পুজোর মরশুমে পুজো প্যান্ডেলের কাজ ছাড়াও, এখন বিয়ের মরশুমে ডেকরেটর শিল্পী হিসেবে কাজ করছে।

অভিযোগ,জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হলে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত তাদের পাঁচ জনের ছবি তুলে নেয় এবং ছবি তোলার দশ মিনিটের মধ্যে সেই ছবিতে নাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল “দিনহাটার চোর পুলিশের হেফাজতে”। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবি দেখে প্রতিবাদ করে শিল্পী জয়ন্ত সাহা। নিন্দার ঝড় উঠে দিনহাটা জুড়ে। এর প্রতিবাদে আজ মহকুমা শাসকের কাছে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দিল ডেকরেটর শিল্পী সহ দিনহাটার বিভিন্ন অরাজনৈতিক সংগঠন।

প্রতিবাদ। নিজস্ব চিত্র

এই ছবির প্রতিবাদে নিজের ফেসবুক পেজে পোস্ট করে বিধায়ক উদয়ন গুহ এর নিন্দা করে বলেন বাইরে থেকে কাজ করতে দিনহাটায় এসেছে, এরা আমাদের অতিথি এদের যথাযোগ্য মর্যাদা দেওয়া আমাদের কর্তব্য। যারা এই ধরনের কাজ করেছেন খুব অন্যায় করেছেন।

ডেকোরেটার্স শিল্পী জয়ন্ত সাহা বলেন এই পাঁচ জন দীর্ঘদিন ধরেই আমার কাছে কাজ করে, খুব ভালো মত এদের চিনি। এদের পরিচয় পত্র দেখার জন্য থানায় ডাকা হয়েছিল। তারপরে তাদের এভাবে হেনস্থা করাতে আমরা খুবই লজ্জিত।

স্মারকলিপি প্রদানের পর মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন,ঘটনাটি খতিয়ে দেখা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here