মেদিনীপুরে শহরে সিপিআইএমের উদ‍্যোগে স্মারক বক্তৃতা অনুষ্ঠান

0
62

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএমের উদ‍্যোগে অনুষ্ঠিত হলো স্মারক বক্তৃতা।রবিবার মেদিনীপুর শহরের বিদ‍্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতা।দেশের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট সেনানী তথা অবিভক্ত মেদিনীপুর জেলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ প্রয়াত সুকুমার সেনগুপ্ত স্মরণে বিগত ১৩ বছর ধরে সিপিআইএমের উদ‍্যোগে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়ে আসছে।

মঞ্চে শ্রীদীপ ভট্টাচার্য্য বক্তব্য রাখছেন। নিজস্ব চিত্র

এদিন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বক্তৃতা সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য। শ্রীদীপবাবু “সমসাময়িক পুঁজিবাদ-সাম্রাজ‍্যবাদ ও দক্ষিণপন্থা : আমাদের করণীয়” এই শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন।সভায় প্রাথমিক বক্তব্যের পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন দলের জেলা সম্পাদক তরুণ রায়। সভায় প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার সহ দলের অন‍্যান‍্য নেতৃত্ব ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রীদীপবাবু তাঁর বক্তব্যে, শ্রেণীশক্তির ভারসাম্য সাম্রাজ‍্যবাদের আগ্রাসনের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হওয়ার ঘটনাগুলি তুলে ধরেন। পাশাপাশি তিনি সাম্রাজ‍্যবাদী শক্তির দ্বারা আধিপত্যবাদ, সামরিক আক্রমণ, কর্পোরেট মিডিয়াকে ব‍্যবহার এবং সাংস্কৃতিক আক্রমণের দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন পুঁজিবাদ আজ তার নিজের কারণে সংকটে। সেই সংকটের বোঝা চাপছে দেশে দেশে মানুষের জীবনযাত্রায়। আর এই সংকট থেকে মুক্তি পেতে দেশে দেশে রাজপথে প্রতিবাদে নামছেন সাধারণ মানুষ। সামিল হচ্ছেন কৃষক, শ্রমিক,ছাত্র, যুব, মহিলা সহ সমাজের সব অংশের মানুষ।বিশ্বায়নের মূল উদ্দেশ্য মুনাফা কে কুক্ষিগত করা সমাজতন্ত্রের বিপর্যয়ের পর সেই লগ্নিপুঁজির দাপট বাড়াতে আধিপত্যের হাতিয়ার গুলি নগ্নভাবে প্রভাব বিস্তার করে।ফলস্বরূপ বিশ্বজুড়ে ধনী পুঁজিবাদী দেশ ও দরিদ্র পুঁজিবাদী দেশগুলোতে সম্পদ কুক্ষিগত হয় অল্প মানুষের হাতে। ফলে সমাজে বৈষম্য বাড়তে থাকে। শ্রীদীপ বাবু বলেন শোষণের সাম্রাজ্যবাদ তথা পুঁজিবাদের বিরুদ্ধে ও তার সংকটের হাত থেকে রক্ষা পেতে মানুষের আন্দোলন দেশে দেশে বাড়ছে।শোষণমুক্ত সমাজ,সংকট মুক্ত সমাজ গড়ে তুলার হাতিয়ার যে সমাজতন্ত্র, তা বৈজ্ঞানিক সত্য। সেই বার্তা নিয়ে শ্রমজীবী মানুষ এবং কৃষক সমাজ এখন আন্দোলনের অভিমুখে। তিনি এও বলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেমন আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে দমন করতে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করেছিল , তেমনি আমাদের দেশের মানুষের সংকটময় সমস্যাগুলির আন্দোলন দুর্বল করতে বিভেদের তথা মেরুকরণের রাজনীতিতে সাম্প্রদায়িকতা কে ব্যবহার করা হচ্ছে।

অনুষ্ঠানে শ্রোতাদের উপস্থিতি। নিজস্ব চিত্র

আমাদের দেশে ও রাজ্যে দুই দক্ষিণপন্থী দল সেই এজেন্ডা কে সামনে রেখে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক মেরুকরণের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। এর বিরুদ্ধে বামপন্থী মতাদর্শগত লড়াই ছাড়া বিকল্প পথ কিছু নেই।সেই কাজে জনগণকে শামিল করার মধ্য দিয়ে পার্টির কর্মীদের দায়িত্ব পালনের আহ্বান জানান শ্রীদীপ ভট্টাচার্য। এদিন জেলার বিভিন্ন স্থান থেকে নেতৃস্থানীয় সংগঠক ও দলীয় কর্মীরা যোগ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here