নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় যে শৈচালয়গুলি রয়েছে সেগুলি দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে রয়েছে।ফলে সেই সমস্ত এলাকায় বিভিন্ন কাজে যাওয়া মহিলাদের সমস্যার মধ্যে পরতে হচ্ছে শৈচালয় ব্যবহার করতে না পারায়।
তাই সেই শৈচালয়গুলি ব্যবহারযোগ্য করে খুলে দেওয়ার দাবি জানালো মহিলাদের সংগঠন ‘স্বপ্ন তরী’।
সংগঠনের পক্ষ থেকে নিবেদিতা ধর,অদিতি চৌধুরী, দীমি রায় প্রমুখ সোমবার তিনদফা দাবিপত্র জমা দেন আলিপুরদুয়ারের মহকুমা শাসকের দপ্তরে।
সংগঠনের সম্পাদিকা নিবেদিতা ধর জানান, “কলেজ হল্ট,মাধবমোড় এলাকায় বহু মহিলা বিভিন্ন কাজে আসেন। আলিপুরদুয়ারের দুটি কলেজের ছাত্রীরা এই এলাকা দিয়ে যাতায়াত করেন।বিভিন্ন সময় শৈচালয়গুলি বন্ধ থাকায় মহিলা ও ছাত্রীদের অপ্রীতিকর অবস্থায় পরতে হয়।তাই আমরা এই এলাকার শৈচালয়গুলি খুলে দেওয়ার ও পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছি।”
বর্তমানে সারা ভারত যখন স্বচ্ছতা ও মেন্সট্রুয়াল হাইজিনে জোর দিচ্ছে তখন আমাদেরও এই বিষয়ে ভাবতে হবে।
সভানেত্রী দীমি রায় বলেন , আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তায় জঞ্জালের স্তুপ জমে থাকছে।আমরা দেখছি এই স্তুপের পাশেই বসছে বিভিন্ন খাবারের দোকান।তাই শহরকে জঞ্জাল মুক্ত করতে আমরা চাই দ্রুত ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করা হোক।
আরও পড়ুনঃ ফের আন্দোলন এএসপি-তে
আমরা আশাবাদী যে পৌরসভার প্রশাসক হিসেবে মাননীয় মহকুমাশাসক এই দাবিগুলি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584