নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে জেলাশাসকে স্মারকলিপি

0
64

মনিরুল হক, কোচবিহারঃ

নস্যশেখ মুসলীমের জন্য একটি পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবী সহ চার দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলাশাসকের করণ অভিযান করল নস্যশেখ উন্নয়ন পরিষদ। সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত হয়ে এক বিশাল মিছিল সংগঠিত করে তারা জেলাশাসকের করনে এসে স্মারকলিপি দেয়।

Memorandum to the district magistrate
নিজস্ব চিত্র

উত্তরবঙ্গে বসবাসকারী নস্যশেখ মুসলিমদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন, নস্যশেখ মুসলিম সম্প্রদায়কে অরিজিনাল ইনহেবিন্টেট হিসাবে স্বীকৃতি দিতে হবে। ১৯৭১ সালের জমির নথিপত্র যা কলকাতায় রয়েছে তা সাধারন মানুষের স্বার্থে ভূমি সংস্কার দপ্তরে নিয়ে আসতে হবে। ১৯৭১ সালের আগে ভোটার তালিকা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রাখারও আবেদন জানান তাঁরা।

Memorandum to the district magistrate
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জলঙ্গীতে বন্যা সচেতনতা প্রচারে গ্রাম ঘুরল আধিকারিক জনপ্রতিনিধিরা

এবিষয়ে সংগঠনের সভাপতি বজলে রহমান বলেন, আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন জাতি গোষ্ঠীর উন্নয়নে পর্ষদ গঠন করা হয়েছে অথচ নস্যশেখরা ভূমিপুত্র হওয়া সত্বেও তাঁদের নিয়ে কোন চিন্তা ভাবনাই করছে না সরকার। আমরা নস্যশেখদের সার্বিক উন্নয়নের স্বার্থে নস্যশেখ মুসলিমের জন্য একটি পৃথক উনয়ন পর্ষদ গঠনের দাবী জানাচ্ছি। আমরা আশাবাদী রাজ্য সরকার এবিষয়ে সর্দথক ভূমিকা গ্রহন করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here