নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ রবিবার(১৬ই ফেব্রুয়ারি) দুপুরে মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে অনুষ্ঠিত হলো প্রবাদ প্রতিম শিক্ষক নেতৃত্ব প্রয়াত অপরেশ ভট্টাচার্যের স্মরণসভা। সভার শুরুতে অপরেশবাবুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের বর্তমান ও পূর্বতন নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও সদস্য-সদস্যাগন। অপরেশ ভট্টাচার্যের স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শোকপ্রস্তাব উত্থাপন করে শ্রীভট্টাচর্যের জীবনপঞ্জি, শিক্ষা ও শিক্ষক আন্দোলনে তাঁর গৌরবোজ্জ্বল সংগ্রামী ভূমিকা সবার সামনে তুলে ধরেন এবিটিএ’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক। সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণা করেন বর্ষীয়ান প্রাক্তন শিক্ষক নেতৃত্ব তুষার পঞ্চানন, এবিটিএ’র রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ,অপরেশবাবুর দাদা দুর্গাশঙ্কর ভট্টাচার্য, ডব্লুবিটিএ’র জেলা নেতৃত্ব আশীষ মাজী, ১২ই জুলাই কমিটির নেতৃত্ব দেবাশীষ চ্যাটার্জী,এবিটিএ’র ঝাড়গ্রাম জেলা সম্পাদক চঞ্চল সাঁতরা,এবিটিএ’র পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্ব ত্রিদিব মুখার্জিসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ’র নেতৃত্ব মহেন্দ্র পতি,মহিলা সমিতির নেতৃত্ব রুবি রায়,এবিটিএ’র নেত্রীপাপিয়া চৌধুরী,পেনশনার্স এসোসিয়েশনের নেতৃত্ব নারায়ন শংকর মিশ্র, এবিটিএ’র এক ঝাঁক প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ ও অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিনের স্মরণ সভায় চার শতাধিক কর্মী,সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০ শে নভেম্বর সন্ধ্যায় মেদিনীপুরে প্রয়াত হন অবিভক্ত মেদিনীপুর জেলা তথা রাজ্যের শিক্ষক আন্দোলনের প্রাক্তন পুরোধা নেতৃত্ব তথা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) প্রাক্তন জেলা সম্পাদক অপরেশ ভট্টাচার্য।অপরেশ ভট্টাচার্য ১৯৪৬ সালে সবং ব্লকে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। প্রথম জীবনে সবং এর নারায়ন বাড় হাইস্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।পরে মেদিনীপুর টাউন বয়েজ স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন।২০০৬ সালে অবসর নেন।
অবিভক্ত মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর মিলে সাতটি টার্মে ২৩বছর ধরে ২০১২ সাল পর্যন্ত এবিটিএ’র জেলা সম্পাদক ছিলেন। ২০ শে নভেম্বর সন্ধ্যার মুখে মেদিনীপুরের সুভাষনগরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে, তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। আগামী দিনে অপরেশ ভট্টাচার্যের দেখানো পথে সংগঠনের মতাদর্শ কে সামনে রেখে সংগঠনের ভিত্তিকে আরও মজবুত ও দৃঢ় করার শপথের মধ্য দিয়ে এদিনের সভা শেষ হয়।
সভা সঞ্চালনা করেন বর্ষীয়ান শিক্ষক নেতৃত্ব শক্তিপ্রসাদ মিত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584