নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
খড়্গপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত সিপিআইএম নেতা দেবল চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হলো রবিবার। ইন্দা পার্টি অফিসে অনুষ্ঠিত এই স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা সবুজ ঘোড়াই, অসিত দত্ত, দীপক সাঁই প্রমুখ। পাশাপাশি বক্তব্য রাখেন তাঁর দাদা সঞ্জয় চৌধুরী।
এদিন সভার শুরুতে প্রয়াত চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। দেবল চৌধুরী ছাত্রাবস্থাতেই বামপন্থী ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন।
পরে যুব আন্দোলন ও শিক্ষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।১৯৬৬ সালে পার্টির সভ্যপদ লাভ করেন দেবল বাবু। ছিলেন পার্টির শাখা সম্পাদক।
তাঁকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ বিহ্বল হয়ে পড়েন উপস্থিত নেতৃত্ব ও সমর্থক গন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584