ভবঘুরে ভারসাম্যহীন মানুষকে ঘরে ফিরিয়ে নজির গড়ল তারাশঙ্কর চ্যারিটি

0
38

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

আজ থেকে ঠিক চল্লিশ দিন আগে হারিয়ে গিয়েছিলো গুগলি শর্মা, কাটিহার থেকে বিহারের বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পরেও নিরাশা ছাড়া কিছুই হাতে আসেনি। বাড়িতে বউ, এক ছেলে আর দুই মেয়ে তাদের নিয়ে দিব্বি সংসার চলছিলো।

charity | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেলো কেউ বুঝতে পারলো না। আজমনগর পুলিশের কাছে মিসিং ডাইরি করা হলেও কোনো সুরাহা হয়নি। কিন্তু কথাই আছে অপেক্ষার ফল সবসময়ের জন্য মিষ্টি হয়। ঠিক তেমনটাই হলো পরিবারের কাছে।

Tarasankar charity | newsfront.co
নিজস্ব চিত্র

মালদহ জেলার টিম তারাশঙ্কর চ্যারিটির সহযোগিতায় ফিরে পেলো গুগলি শর্মা তার পরিবারকে। কিন্তু কি ভাবে এই খুঁজে পাওয়া সম্ভব হলো? সবকিছুই ভালোবাসা ও তাদের প্রতি সেবা।

charity helps | newsfront.co
নিজস্ব চিত্র

গুগলি শর্মা ঘুরাফিরা করছিলো ভারত-বাংলাদেশের বর্ডার সংলগ্ন গুপীনাথপুর এরিয়াতে। তারপর টিম তারাশঙ্কর চ্যারিটির মেম্বারদের খবর দেওয়া হয়। তারা এলে তৎক্ষণাৎ তাদের সাথে আলাপ-আলোচনায় মত্ত হয়ে যায় গুগলি শর্মা, সঙ্গে তাকে পেট ভরে খাওয়ানো, স্নান করানো, নতুন বস্ত্র পরিধান করানো, ভালো করে বাড়িতে শোয়ানোর ব্যবস্থা করানো, সব কিছুই করেছে টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা, নিজেদের পকেট মানি বাঁচিয়ে।

আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের ইংরেজি পাঠদান ঝাড়গ্রাম জেলাশাসকের

এই সব ভালোবাসার দরুনই কিন্তু গুগলি শর্মা তার পরিবারের সমস্ত তথ্য বলতে পেরেছিলো। তারপর সমস্ত তথ্য বললে, টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা গুগলে সার্চ করে সেখানকার লোকাল দোকানদারের সাথে কথা বলে স্থানীয় মেম্বারের নম্বর জোগাড় করে, সেই মেম্বারের মাধ্যমে তাদের পরিবারের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে গুগলি শর্মাকে চিনতে পারে তার পরিবার এবং গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে।

আজ তারা সকালে আজমনগর থেকে মালদহ এসে পৌঁছায়। হাবিবপুর থানার সহযোগীতায় টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা গুগলি শর্মাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারা অজমনগর থেকে ৭ জন নিতে আসে। তারা প্রচন্ড পরিমাণে খুশি। এই ভাবেই ভালো কাজের মাধ্যমে সমাজে গণপিটুনি একটু হলেও কমবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here