সুদীপ পাল, বর্ধমানঃ
সিভিক ভলেন্টিয়ারের চেষ্টায় উদ্ধার হল মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক লরি চালক। বছর চল্লিশের ওই মহিলা রক্ষা পেলেন পুলিশি তৎপরতায়। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানায় ঘটা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, মঙ্গলকোটের আবুল শেখ গাড়ি চালায়। বাড়িতে স্ত্রী এবং দুই ছেলে রয়েছে। অভিযুক্ত এই লরি চালক গুসকরার শিরিষতলার কাছে টোল ট্যাক্স দেওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে লরির চাকা পরীক্ষা করতে যায়।
সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। আবুল শেখ তাঁকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে।
ঘটনাস্থলের কিছুটা দূরে বিকাশ গড়াই নামে এক সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়েছিলেন। তিনি ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন মহিলাকে।
আরও পড়ুনঃ বাঘ সাফারিতে গিয়ে বিকল গাড়ি, আতঙ্কিত পর্যটক
কিন্তু ততক্ষণে আবুল শেখ তাঁকে ঠেলে গাড়ি নিয়ে চম্পট দিয়েছে। বিকাশবাবু গুসকরা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরুণকুমার সোমকে ঘটনা জানান। গুসকরা মানকর রোডে অরুণবাবু পুলিশ ফোর্স এবং মহিলা পুলিশ সঙ্গে নিয়ে ধাওয়া করেন লরিটিকে।
অবশেষে অভিরামপুরের কাছে তাদের ধরে ফেলেন তাঁরা। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারকে ব্রেভারি অ্যাওয়ার্ড-এ পুরস্কৃত করার জন্য রাজ্যে প্রস্তাব করা হবে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584