নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যেই রান্না ঘরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে খুন করলো মানসিক ভারসাম্যহীন ছেলে৷ বাবাকে বাঁচাতে গেলে মায়ের হাতেও ধারালো অস্ত্রের কোপ পড়ে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার টেনহরি গ্রামে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম মরন চন্দ্র দাস(৬৪)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নীলকান্ত দাসকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
আরও পড়ুনঃ ঘরে ফিরল চিকিৎসা করাতে গিয়ে ভিন রাজ্যে আটকে যাওয়া রোগীরা
জানা গিয়েছে, বছর পাঁচেক আগে দিল্লি থেকে রায়গঞ্জ ব্লকের টেনহরি গ্রামে এসে বাড়ি করেন মরন চন্দ্র দাস ও তার পরিবার। মঙ্গলবার স্থানীয় দোকান থেকে ডাল কিনে আনতে বললে বাবার সঙ্গে ছেলের বচসা বাধে। ছেলে নীলকান্ত অসুস্থ বাবা মরনবাবুর ওপর দা নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। দা দিয়ে তার বাবার মাথায় মুখে কোপাতে থাকে।
রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতেই লুটিয়ে পড়েন মরনবাবুর। স্ত্রী মালতী দেবী বাঁচাতে এলে তিনিও আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মরন চন্দ্র দাসের। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় বাসিন্দারা নীলকান্তকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584