নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর-ফুলবাড়ী বাইপাস রোড তথা ফাঁসিদেওয়া ব্লকের ধামনাগছে একটি চার চাকা গাড়ি আটক করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমান ব্রাউন সুগার এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির আশিক আলি। সে আসামের বাসিন্দা।

আরও পড়ুনঃ সুতিতে হবু কনের ঝুলন্ত দেহ উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে যে উদ্ধার হওয়া নিষিদ্ধ ব্রাউন সুগার আসাম থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ধৃতের কাছ থেকে মোট চার কিলো ৯০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার যান৷ এরপর পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে।
তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এবং বিচারকের কাছে পুলিশি হেফাজত চাওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584