জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
রাজ্যজুড়ে করোনা অতিমারীর দ্বিতীয় তরঙ্গে সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার ১৫ দিনের লকডাউন ডেকেছিল, যদিও এই লকডাউনের সময় নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ ছিল। তার ওপর ইয়াসের বিপর্যয় অনেকেই ভেবেছিল হয়তো আর লকডাউন বাড়বে না, কিন্তু দুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে তাই আরও কিছুদিন সময় নিচ্ছি।
ফলে আগামীকাল প্রথম লকডাউন শেষ হলেও আরও পনেরো দিন অর্থাৎ ১৫ই জুন পর্যন্ত থাকবে লকডাউন।
তবে কান্দির পুরন্দরপুর, মহলন্দী, গোকর্ণ সহ একাধিক এলাকায় লকডাউনের খবর নিতে দেখা গেল ভিন্ন চিত্র। বেলা দশটার পরেও চলছে দোকান বাজার। যদিও কান্দি থানার প্রশাসনকে রাস্তায় নেমে মাইকিং করে লকডাউন সফল করতে দেখা গিয়েছে।
কিন্তু রাজ্য সরকারের তরফে আবারও আগামী পনেরো দিন লকডাউন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেল ভিন্ন প্রতিক্রিয়া। তাতে অসুবিধার মধ্যে পড়েছে ফল, সবজি, মিষ্টি এবং কিছু ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মোবাইল এবং জেরক্স ব্যবসায়ী ফাল্গুনী মন্ডল বলেন, “লকডাউনে অনেকেরই ব্যবসা চললেও আমাদের ব্যবসা চরম ক্ষতির মুখে পড়েছে। দোকান খুলে একশ টাকা আয় করার জো নেই সংসার চলে না! সরকার আমাদের জন্য কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করুক”।
মিষ্টি দোকানদার মুরসালিম সেখ জানান, “আমাদের দোকান খোলার জন্য দুপুরে সময় দিয়েছে তাতে আরও বেশি লোকসান! বাজারে মানুষজন নেই! কিছুদিন ঘরের টাকা থেকে দোকানের কাজের লোককে টাকা দিতে হয়েছে! সরকার আমাদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করলে ভালো হয়।” কেউ বলছে আমাদের সংসার চলবে কী করে? আবার কেউবা বলছেন করোনার সঙ্গে মোকাবেলা করতে গেলে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
আরও পড়ুনঃ ‘ইয়াস’-এর প্রভাবে পুরুলিয়ায় জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা, তৎপর প্রশাসন
আরও পড়ুনঃ মুমূর্ষু রোগীকে রক্তদান করে সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে এল লালবাগের রেড ভলেন্টিয়ার্স
তবে প্রশাসনের বিভিন্ন তৎপরতায় অনেকেই সচেতন হচ্ছে ঠিকই কিন্তু দোকান বাজারে, গ্রামগঞ্জে সাধারণ মানুষের সচেতনতা একবারেই কম। কান্দি হাসপাতাল সুপার প্রনব কুমার মজুমদার বলেন, “গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধেক হয়েছে অর্থাৎ জেনে রাখুন আগের চেয়ে কান্দির মানুষ এখন অনেকটাই সুস্থ হচ্ছে”।
যদিও হাসপাতাল সূত্রে খবর শনিবার নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন দেখার বিষয় ইয়াস বিপর্যয় থেকে করোনা সাধারণ মানুষ নাজেহাল, কারো বুক ফাটলেও মুখ ফুটে বলতে পারছে না! সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে নাকি সেদিকে তাকিয়ে সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584