নানুরে সভা মঞ্চে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বার্তা দিলেন অনুব্রত

0
96

পিয়ালী দাস,বীরভূমঃ

abubrata at nanur meeting
নিজস্ব চিত্র

নানুরে দাঁড়িয়ে এবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বার্তা অনুব্রত মণ্ডলের। “থালার উপর রাগ করে মাটি তে ভাত খাবেন কেন,” সভায় বললেন কেষ্ট। নানুরের জনসভায় লোক কম হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন তিনি।অনুব্রত মণ্ডল সভামঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং নানুর বিধানসভার পর্যবেক্ষক মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে জানতে চান,কেন প্রত্যাশা মতো লোক হয়নি।অনুব্রত মণ্ডল এই জনসভা থেকেই নানুরের তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়ে তা মিটিয়ে নিতে বললেন। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা দূরে সরিয়ে রেখে দলকে ভালোবাসতে বলেন তিনি। এমনকি পঞ্চায়েতে কোনও দূর্নীতি হলেও তাঁকে জানাতে বলছেন তিনি এবং প্রয়োজনে পুলিসকেও অভিযোগ জানাতে বলছেন।তখনই ভিড় থেকে এক ব্যক্তি অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ জানান,যে তাঁদের গ্রামে পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সরকারি বাড়ি নিয়ে নিয়েছে।সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল নানুর ব্লকের সভাপতি সুব্রত ভট্টাচার্যকে ডেকে বিষয়টি জেনে নিয়ে বলেন যে ওই বাড়িটি ভুল করে দিয়ে ফেলা হয়েছে।বিডিওর সঙ্গে কথা বলে বিষয়টি দেখে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ বনধ সমর্থকদের আহ্বানে রাণীনগরে বন্ধ দোকান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here