নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
পরিবেশবান্ধব সচেতনতার উদ্দেশ্য আসাম থেকে পায়ে হেঁটে দিল্লির রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে আসামের যুবতী। এদিন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় এসে পৌঁছাল। প্রায় ২৯ দিন আগে আসাম থেকে পদযাত্রা শুরু করে ওই যুবতী।
এই বিষয়ে ওই যুবতী বলেন যে দিনের পর দিন যে ভাবে পরিবেশ দূষণ হতে চলেছে সেই কথা মাথায় রেখে এই যাত্রা। তাই আমি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি দেব। দীর্ঘ ২২৫০ কিমি হেঁটে গিয়ে রাষ্ট্রপতি ভবনে স্মারকলিপি দেবেন বলে জানান তিনি। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আসাম সরকার কাছে তিনি তার ইচ্ছা প্রকাশ করেন এই যাত্রায় তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আরও পড়ুনঃ জয়দেব মেলা ঘিরে উদ্দীপনা কেন্দুলিতে
এর পাশাপাশি তিনি আরও বলেন শ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন যে ভাবে আমাকে সহযোগিতা করছে তাতে আমি খুব খুশি এবং কৃতজ্ঞতা জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584