মোহনা বিশ্বাস, হুগলীঃ
চারদিকে যখন এনআরসি, সিএএ নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছে ঠিক সেরকম সময়ে রক্তদানের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ব্যান্ডেল কোদালিয়া প্রমিলা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা। ২৫শে জানুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করে প্রমিলা সাংস্কৃতিক মঞ্চ। এদিন ঐ রক্তদান শিবিরে পাশাপাশি হাত ধরে রক্তদান করে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।
ধর্ম যে যার নিজস্ব হলেও রক্ত সবার এক। মানুষের রক্তে কোনো ভেদাভেদ নেই। মৃত্যুর পরে মানুষের ধর্ম বলে কিছু থাকে না। তাই ধর্ম নিয়ে হানাহানি না করে একতা বজায় রেখে সকল ধর্মের মানুষ একসাথে থাকুক, সম্প্রীতির এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিলেন প্রমিলা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা।
রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, দুঃস্থ মানুষদের শীতবস্ত্র দান ও মরণোত্তর চক্ষুদান-এরও ব্যবস্থা করা হয় প্রমিলা সাংস্কৃতিক মঞ্চের তরফ থেকে। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী এবং কোদালিয়া ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যুৎ বিশ্বাস, সংস্থার সম্পাদিকা মিতা মজুমদার সহ অন্যান্যরা। ভিন্ন ধর্মের মানুষ একসাথে রক্তদান করতে পেরে খুশি রক্তদাতারা। আজ একটু অন্যভাবেই সম্প্রীতির বার্তা সকল মানুষের কাছে পৌঁছে দিলেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584