নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের হাতির হানা মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন চা বাগানে হামলা চালাল বুনো হাতির দল।বাড়ি ঘর,দোকান,এমনকি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও রেহাই পায়নি।একই রাতে হামলা চালাল নাংডালা, তাসহাটি,দলগাঁও, সিংঘানিয়া,বীরপাড়া চা বাগান সহ বিভিন্ন বাগানে।
নাংডালা চা বাগানে হামলা চালাল মন্দির লাইন হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক অজয় প্রাসাদ জানান,বুধবার রাতে হাতি হামলা চালিয়ে স্কুলের দুটি জানালা এবং রান্না ঘরের একাংশ ভেঙে গুড়িয়ে দিয়ে দশকেজি মিডেমিলের চাল খেয়ে যায়।
বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অপর দিকে অন্য একটি হাতির দল একই রাতে তাসহাটি বাগানে হানা দিয়ে একটি মুদি দোকান এবং বাবুল মিনজ নামে এক শ্রমিকের ঘর তছনছ করে দেয় হাতির দল।
সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী রঞ্জন মিত্র বলেন, বিএ পাস করে চাকরি না পেয়ে একটি ছোট দোকান খুলে কোন ভাবে জীবিকা নিবাহ করছি,কিন্তু দুর্ভাগ্য বুধবার রাতে দুটি হাতি দোকান গুঁড়িয়ে দিয়ে চাল ও অনান্য জিনিস খেয়ে দোকানটি তছনছ করে আমাকে পথে বসিয়ে দিল।এছাড়াও একই রাতে পাশের দলগাঁও চা বাগানের সাল ঝোড়া তে হামলা চালিয়ে শংকর বারলা, কৃষ্ণ বারলা সহ পৃথক ছয়টি শ্রমিক আবাসনের ক্ষতি করল।এখানেই থেমে থাকেনি হাতির দল স্বাধীনতা দিবসের রাতে দাপিয়ে বেড়ালো হাতির দল।
ওয়াইল্ড লাইফ ওয়াডেন সীমা চৌধুরী বলেন,চা বাগানের ক্ষেত্রে ক্ষতি পূরণের ব্যবস্থা নেই।তবে ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাটিফিকেট নিয়ে বনদফতরে আবেদন করলে বিবেচনা করে দেখা যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584