কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
উয়েফা চ্যাম্পিয়ন লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল লিওনেল মেসির পিএসজি। মঙ্গলবার রাত্রে গ্রুপ পর্বের হোম ম্যাচে প্রথম থেকে আধিপত্য দেখায় তারকাখচিত পিএসজি মেসি, এমবাপে পলিমারের ত্রিফলা আক্রমণে ম্যানচেস্টারে রক্ষণকে সবসময় ব্যস্ত করে।
খেলার শুরুর ৮মিনিটে মাথায় পাল্টা আক্রমণ থেকে ইদ্রিসা গেয়ীর গোলে এগিয়ে যায় স্বাগতিক দল পিএসজি। এমবাপে ও লিওনেল মেসির দুরন্ত বোঝাপড়া মাঝ মাঠ দখল করে নেয়।
All you need to know about top scorers in this competition 👇#UCL
— UEFA Champions League (@ChampionsLeague) September 28, 2021
অনেকদিন পর স্বমেজাজে দেখা গেল আর্জেন্টিনা তারকাকে। বার্সিলোনা ছাড়ার পর সকলের লক্ষ্য ছিল তারকাখচিত পিএসজিতে কেমন পারফরম্যান্স বজায় রাখেন। কিন্তু ঘরোয়া ম্যাচের প্রথম ম্যাচে সুবিধা না করতে পারা উপরন্ত হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে থাকতে থাকা সমস্ত কিছুই মেসির বিপক্ষে ছিল। কিন্তু গতকালের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে পারফরমেন্স ছিল দেখার মতন।
1⃣2⃣1⃣ Champions League goals for Leo Messi!#UCL pic.twitter.com/UExeOyV1xj
— UEFA Champions League (@ChampionsLeague) September 28, 2021
আরও পড়ুনঃ দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরল নাইটরা
পিএসজি ম্যাচ জয়লাভ করলেও আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। রাহিম স্টারলিং ও ডি ব্রুনেই দাপটে ঘনঘন আক্রমণ উঠলেও কাজের কাজ কিছু হয়নি। ৭৪ মিনিটের মাথায় এমবাপের পাস থেকে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। দুই ম্যাচে ৪পয়েন্টস পেয়ে গ্রুপ শীর্ষে প্যারিসের এই দলটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584