নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ ২০বছরের যাত্রা শেষ করে বার্সেলোনা ছাড়তে চান লিওলেন মেসি। ক্লাব প্রেসিডেন্টকে জানায় ‘আমি আর বার্সেলোনায় থাকছি না। চুক্তি অনুযায়ী আমার যে বছর শেষে ক্লাব ছাড়ার ক্লজ আছে সেটাই বজায় রাখতে চাই।
’এখন প্রশ্ন হল কোন দল মেসিকে নিতে চাইলে মেসিকে দেওয়া অর্থর সঙ্গে আর যদি ট্রান্সফার ফি দিতে হয়, সেটা কি তারা দেবে! বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি অনুযায়ী তাঁর ‘রিলিজ ক্লজ’ ৭০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ কোনও ক্লাব যদি মেসির পেছনে লগ্নি করতে চায় তাহলে তাঁদের এই টাকা বার্সাকে দিতে হবে। তারপর আলাদা করে মেসির সঙ্গে চুক্তি করতে হবে।
গোটা বিশ্বে যখন অর্থনীতি ভেঙে পড়ছে সেখানে এই পরিমান অর্থ দেওয়া চাপের। তবে আসছে অন্য অংক। বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ আগামী বছর জুন মাসে।
আরও পড়ুনঃ কোচ কেন সরালো ক্ষোভ প্রকাশ করলেন সুয়ারেজ
আর শেষ হওয়ার এক বছর আগে ‘রিলিজ ক্লজ’ কমে যাওয়ার কথা কথা, ২০০ মিলিয়ন ইউরোয়। নেইমারও একইভাবে ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যান। এরফলে মেসির বার্সা ছাড়াতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।
এখন দেখার কোন কোন ক্লাব তাকে তোলার জন্য দরপত্র তোলে। যদিও মেসি যেতে চাইলেও যেতে নাহি দিবো ঢঙে বার্সা সভাপতির পদত্যাগ চেয়ে মেসিকে ফেরাতে নু ক্যাম্পের সামনে শুরু সমর্থকদের বিক্ষোভ শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584