পথ চলা শুরু পশ্চিমবঙ্গ সরকারের “শিশু দত্তক কেন্দ্র”

0
63

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Child adoption center started by West Bengal Government
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা হোমে পথ চলা শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের,”শিশু দত্তক কেন্দ্র”।বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা উপস্থিত থেকে পাঁচ জন আবাসিক শিশুর হাত দিয়ে মেদিনীপুরে এই কেন্দ্রের সূচনা করেন। মন্ত্রী শশী পাঁজা জানান, বহু কারণে শিশুদের জন্মের পর তাদের পরিত্যাগ করে কোথাও ফেলে রেখে পালিয়ে যায়।

Child adoption center started by West Bengal Government
নিজস্ব চিত্র

সেইসব,শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সেই সব শিশুদেরকে সরকারের অভিভাবকত্বে রাজ্য সরকার পরিচালিত এই হোমে রেখে তাদেরকে বড় করা হবে।সেই সঙ্গে কিছু মানুষ এইসব পরিত্যক্ত শিশুদের দত্তক নেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন।কিন্তু সঠিক ভাবে,আইন মেনে যোগাযোগ করতে পেরে ওঠেন না।

আরও পড়ুনঃ বিশেষ সম্বর্ধনা পেল মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাঙ্ক

সেই সব মানুষদের কাছে এই শিশুদের নির্দিষ্ট নিয়ম মেনে তুলে দেয়া হবে বলেও তিনি জানান।মন্ত্রী বলেছেন,মেদিনীপুরে রাজ্য সরকারের উদ্যোগে শিশু দত্তক কেন্দ্র প্রথম শুরু হল। রাজ্যের আরও পাঁচটি জায়গাতে এই ধরনের শিশু দত্তক কেন্দ্র রাজ্য সরকারের উদ্যোগে গড়ে তোলা হবে,যার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্চার দায়িত্ব থাকবে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের হাতে।

এই একই সঙ্গে আজ মেদিনীপুর থেকেই কলকাতার বেলেঘাটায় ভবঘুরেদের জন্য নতুন তিনতলা বাস গৃহের সূচনা করেন মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও মেদিনীপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ , সেলিমা খাতুন, জেলাশাসক পি মোহনগান্ধী জেলাপরিষদের সভাধিপতি উত্তর সিংহ হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here