নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
আচমকাই আকাশ থেকে খসে পড়লো উল্কাপিণ্ডের মতো বস্তু। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোরে জেলার স্যাঞ্চোর টাউনে। শুক্রবার সকালে হঠাতই এক বিস্ফোরণের আওয়াজে হতচকিত হয়ে যান স্থানীয়রা।
কিছুক্ষণ পর দেখা যায়, উল্কাপিণ্ডের মতো একটি বস্তু মাটিতে পড়ে রয়েছে। তার জেরে দু’তিন ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। এদিন গায়ত্রী চক এলাকায় সেই উল্কাপিণ্ডের মতো বস্তুটি পড়ার পর পুলিশ এবং প্রশাসনকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
স্যাঞ্চোর টাউনের সাব-ডিভিশনাল অফিসার ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, সকাল সাতটা নাগাদ উল্কাপিণ্ডের মতো একটি বস্তু স্যাঞ্চোর টাউনের ওই এলাকায় পড়ে। বস্তুটির ওজন ২.৮ কিলোগ্রাম মতো।
আরও পড়ুনঃ লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী (Surender Modi)’ বলে কটাক্ষ রাহুলের
তিনি আরও বলেন, ‘আমরা একটি বিশাল বড় পাথর পেয়েছি। যা মাটিতে পড়ে দু’তিন ফুট গভীর গর্ত তৈরি করেছে। যে এলাকায় ওই বস্তুটি পড়েছে, সেই এলাকাটি পুরো ঘিরে রাখা হয়েছে। আপাতত বস্তুটিকে একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। উল্কাপিণ্ডের মতো ওই বস্তুটি আসলে কী? তা জানার জন্য বস্তুটির পরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার জন্য ওই বস্তুটিকে দিল্লিতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584