#মি টুঃ সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

0
138

ওয়েবডেস্কঃ-

#মি টু আন্দোলনে বিদ্ধস্ত বলিউড থেকে রাজনীতি।তবে সবচেয়ে বেশি কাদার ছিটে পড়েছে বলিউডে।এবার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের অভিযোগ উঠল ছবি নির্মাতা সুভাষ ঘাইয়ের উপর।এক অপ্রকাশিত নামের মহিলা অভিযোগ করেন যে তাকে ড্রিঙ্ক করিয়ে যৌন নির্যাতন করেন সুভাষ ঘাই।

ছবি-সংগৃহীত

অন্যদিকে রেস-থ্রী’র অভিনেত্রী সালোনী চোপড়া লেখক ও নির্দেশক সাজিদ খানের উপর যৌন নিপীড়নের অভিযোগ আনেন।

সেই অজ্ঞাতনামা অভিযোগকারীনির সোশ্যাল মিডিয়ার অভিযোগ টুইটারে শেয়ার করেছেন লেখিকা মহিমা কুকরেজা যিনি প্রথম ‘অল ইন্ডিয়া ব‍্যাকচোদ’ খ্যাত কমেডিয়ান উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন গত সপ্তাহেই।

সেই অজ্ঞাতনামা মহিলা বলেন যে বছর খানেক আগে সুভাষ ঘাই স্ক্রিপ্টের কাজের জন্য তাকে প্রায়ই তার অ্যাপার্টমেন্টে ডাকতেন। একদিন হঠাৎই চুম্বন করে বসেন সুভাষ।পরের দিন তাকে ফোন করে ক্ষমা চেয়ে নিয়ে শান্ত করেন। তিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অন্য দুই মহিলাকে ব্যপারটি জানান। সেই সময় ঐ মহিলার হাতে কোন কাজ না থাকার কারণে তিনি চুপ হয়ে যান।

পরে একদিন লেট মিউজিক সেশনের পর বাড়ি পৌঁছে দেওয়ার সময় গাড়িতে সুভাষ ঘাই নিজে ড্রিঙ্ক করেন ও সেই মহিলাকেও ড্রিঙ্ক অফার করেন। ড্রিঙ্কে কিছু মেশানো ছিল ।তারপর  অস্পষ্টভাবে সেই মহিলা মনে করতে পারেন যে তাকে একটা হোটেলে নিয়ে যান ঘাই এবং সেখানেই যৌন নিপীড়ন চলে এবং তিনি  অজ্ঞান হয়ে যান।

যদিও সুভাষ ঘাই ব্যাপারটিকে সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি মানহানির মামলাও করতে পারেন বলে মন্তব্য করেন।অন্য ঘটনায় সাজিদ খানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here