বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ময়ূরেশ্বর

0
67

পিয়ালী দাস, বীরভূমঃ

লোকসভা নির্বাচনের ফল এবার বাংলায় রাজনৈতিক সমীকরণের চেনা ছবি একেবারে ওলট -পালট করে দিয়েছে।গত ২৩ মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। কোথাও তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, আবার কোথাও পার্টি অফিস ছিনিয়ে নিয়েছে শুরু হয়েছে রঙ বদলের পালা।

Heated mayureswar for bjp tmc collision
নিজস্ব চিত্র

সোমবার ফের অশান্তির খবর মিলেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা গ্রাম এলাকায়।
গতকাল সন্ধে থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ময়ূরেশ্বরের ঢেকা গ্রাম ও তার আশপাশের এলাকা।

অভিযোগ, বিজেপির বিজয় মিছিলে হামলা চালিয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়া হয়। তার পর শুরু হয় বোমাবাজি।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি,এলাকায় শাসক দলের দলীয় কার্যালয় থেকেই মিছিল লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছিল।কর্মীদের গায়ে এলোপাথাড়ি ইট ছুড়ছিল তৃণমূলের গুণ্ডারা। বিজেপি কর্মীদের বাইক ভাঙচুর করে তারা।এলাকার বেশ কিছু দোকানেও হামলা চালানো হয়।

অন্যদিকে,বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল দাবি করে,প্রথমে হামলা চালিয়েছে বিজেপির কর্মী-সমর্থকরাই।মিছিল যাওয়ার সময় তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছিল।তাতে জখম হন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্ধে থেকে শুরু হওয়া হামলা-পাল্টা হামলার জেরে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী।এলাকার পরিস্থিতি থমথমে। গোটা গ্রামে টহল দিচ্ছে ময়ূরেশ্বর থানার পুলিশ।

ময়ূরেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ রায় বলেন,বিজেপির মিছিল থেকে আগে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়, পরে এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তোলে।

আরও পড়ুনঃ মাদার-যুব তৃণমূলের দ্বন্দ্বে আহত ১

অন্যদিকে বিজেপির বীরভূম জেলার সভাপতি রামকৃষ্ণ রায় বলেন,বহু জায়গায় তৃণমূল হেরে যাবার পরে বিজেপি কর্মীদের ওপর হামলা করছে,বিজয় মিছিলের ওপর হামলা চালাচ্ছে,আমরা বিষয়টি নজরে রাখছি প্রয়োজনে আইনের সাহায্য নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here