নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের গোপাল পুর চা বাগানে “আপনার বাগানে প্রশাসন” নামক কর্মসূচি অনুষ্ঠিত হল।এদিন সংশ্লিষ্ট বাগানের
শ্রমিক দের নানান সমস্যা সমাধানে জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তর খোলা হয়।
শ্রমিক দের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করার পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক সরকারি প্রকল্প গুলি তাদের সামনে তুলে ধরা হয়। এছাড়াও বাগানের দুটি ক্লাবকে ফুটবল,জার্সি এবং স্কুল পড়ুয়া দের ব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ বিলি করা হয়।জেলা শাসক নিখিল নির্মল জানান, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক পরিষেবা গুলি সাধারণ মানুষের কাছে পৌছে দিতে গোপালপুর চা বাগানে এই ধরেন কর্মসূচি নেওয়া হয়েছে।তিনি আরো জানান বাগানের পি,এইচ,ই জলের বিষয় টি খতিয়ে দেখা হয়েছে।এছাড়াও এ ধরনের কর্মসূচি অনান্য বাগানেও অনুষ্ঠিত হবে । এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন জেলা শাসক নিখিল নির্মল,জেলা পুলিশ সুপার সুনিল যাদব,বিডিও সুমন সৌরভ মোহান্তি সহ বিভিন্ন আধিকারিক ও জন প্রতিনিধি বৃন্দ।
আরও পড়ুনঃ ই-রিক্সা ইউনিয়নের সাধারণ সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584