একাধিক বিধিনিষেধ মেনে চালু হতে পারে মেট্রো

0
62

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পরিবহণে আরও গতি আনতে ১ জুলাই থেকে শহরে মেট্রো চালু করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সামাজিক দূরত্ব মেনে কি ভাবে পরিষেবা স্বাভাবিক করা যায়, সেই বিষয়ে পুলিশ কমিশনার অনুজ শর্মা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দেন। তবে মুখ্যমন্ত্রীর তরফে রেল মন্ত্রককে এই আবেদনের পরই মেট্রো বিশেষ কিছু পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছে।

Metro service | newsfront.co
প্রতীকী চিত্র

সেই পরিকল্পনা হল, মেট্রো চালু হলে প্রত্যেক কামরায় মাত্র ৫৪ জন করে যাত্রী থাকবেন, গোটা ট্রেনে থাকবেন ৪৩২ জন। সংখ্যাটা সম্পূর্ণ হয়ে গেলে আর কেউ ট্রেনে উঠতে পারবেন না। সেই কারণে নির্দিষ্ট সংখ্যক যাত্রী হয়ে গেলে বন্ধ করে দেওয়া হতে পারে মেট্রো স্টেশনে ঢোকার মূল গেট। তাই ট্রেন ধরতে আসা বাকি যাত্রীদের সামাজিক দূরত্ব রেখে অপেক্ষা করতে হবে স্টেশনের বাইরে। আর সেই লাইনের দেখভালের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। অনেকটা পুজোয় ঠাকুর দেখার মতো অভিজ্ঞতা হবে যাত্রীদের।

মেট্রো সূত্রে খবর, এই নিয়ে মেট্রোর মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হবে। প্রত্যেক যাত্রীকে অবশ্যই মাস্ক পরে স্টেশনে ঢুকতে হবে। স্টেশনে প্রবেশের আগে সকলের থার্মাল স্ক্যানিং হবে। সামাজিক দূরত্ব মেনে প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টারের বাইরে হলুদ দাগ দিয়ে যাত্রীদের দাঁড়ানোর ব্যবস্থা করা থাকছে। স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীরা প্রত্যেকেই পিপিই-সহ গ্লাভস পরে কাজ করবেন।

আরও পড়ুনঃ বোটানিক্যাল গার্ডেন বাঁচাতে উদ্যোগের আবেদন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

এবার থেকে মেট্রোর এন্ট্রি এবং এক্সিট গেটও আলাদা করা হচ্ছে। যাত্রীরা যে গেট দিয়ে পাতালে নামবেন, সেখান দিয়ে আর তাদের বেরোতে দেওয়া হবে না। আর মেট্রোর কর্মীদের সঙ্গে যাতে যাত্রীদের শারীরিক সংস্পর্শ এড়ানো যায়, সেই জন্য আপাতত টোকেন ব্যবস্থা তুলে দেওয়া হবে। শুধু স্মার্ট কার্ডই ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

তবে মেট্রোর সবচেয়ে বড় মাথাব্যথা প্রত্যেক কামরায় কত জন যাত্রী উঠছে তা গোনার মতো আরপিএফ মেট্রোর নেই। তাই যাত্রীদের সচেতনতার উপরই ভরসা করতে হবে মেট্রোকে। তবে অতিরিক্ত ভিড় আটকাতে অবশ্যই কড়া নজরদারির ব্যবস্থা করা হবে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, ‘রাজ্যের তরফে আমাদের কিছু জানানো হয়নি। আগে তো রাজ্য সরকার বিষয়টি রেলবোর্ডকে জানাবে। রেলবোর্ড সবুজ সংকেত দিলে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করে আমরা রূপরেখা ঠিক করবো।’

আরও পড়ুনঃ কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের মূল্যায়ণ কী করে হবে? বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

এ দিকে দীর্ঘ লকডাউনের সুযোগ নিয়ে মেট্রোয় হবহু প্রতীক্ষিত রক্ষণাবেক্ষণের বেশ কিছু কাজ সারা গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে, করোনা সংক্রমণ রোধের চেষ্টায় টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও মেট্রোর কামরায় ওঠার সময় যাত্রীদের সামাজিক দূরত্ববিধি মেনে চলার জন্য বিভিন্ন চিহ্ন দাগিয়ে দেওয়ার কাজও সম্পূর্ণ হয়েছে। এখন সবুজ সংকেত পেলেই ফের ছুটবে মেট্রো।

অন্য দিকে, জুলাই থেকে মেট্রো পরিষেবা চালু হলে সংক্রমণের হার লাফিয়ে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীদের বড় অংশ। সেই সম্ভাবনার জেরেই আপাতত মেট্রোয় কুপনের পরিবর্তে স্মার্টকার্ড ব্যবহারে জোর দিতে চাইছে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাকে অতিরিক্ত স্মার্টকার্ডের বরাত দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। একই সঙ্গে যাত্রী সুরক্ষায় স্টেশনে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথাও ভাবছেন মেট্রোকর্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here