নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নিট পরীক্ষা উপলক্ষ্যে রবিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে চালু থাকবে কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা। সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা মিলবে সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। তবে এদিন সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে।
এর আগে নিট পরীক্ষা উপলক্ষ্যে বেলা ১১টা থেকে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিল কলকাতা মেট্রো। আজ বৃহস্পতিবার তা পরিবর্তন করে জানিয়ে দেওয়া হল রবিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। আরও জানানো হয়েছে, ১৫ মিনিট অন্তর ওইদিন মোট ৩৭ জোড়া মেট্রো চলবে।
আরও পড়ুনঃ রাজ্যে ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার
এদিন এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী বলেন, ‘মেট্রোয় চড়তে গেলে অনলাইনে পাস সংগ্রহ করতে হবে। সেজন্য লগ ইন করতে হবে pathadisha.com/metro এই লিংকে।
আরও পড়ুনঃ ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোরেটরিয়াম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
রবিবার রাত ৮টা থেকে সোমবারের পাস সংগ্রহ করা যাবে। একই সঙ্গে সংগ্রহ করা যাবে রিটার্ন পাসও। তবে নিট-এর দিন মেট্রোয় চড়তে গেলে কোনও পাস লাগবে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584