মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধি আজ থেকে

0
47

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ তৃতীয়া। কলকাতায় ইতিমধ্যেই প্রতিমা দর্শনের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছেন দর্শনার্থীরা। এমনিতেই নিউ নর্মালে ক্রমশ ভিড় বাড়ছে মেট্রোয়। এখন আবার পুজো।

Kolkata Metro | newsfront.co
ফাইল চিত্র

যাত্রী চাহিদার কথা বিবেচনা করে তাই সোমবার থেকে পরিষেবার সময় বাড়িয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বাড়ছে ট্রেনের সংখ্যাও। তবে, করোনা আবহে এবার পুজোর পাঁচদিন আর সারা রাত মেট্রো পরিষেবা মিলবে না। ষষ্ঠী থেকে দশমী, মেট্রোর সময়সূচি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

আজ থেকে উত্তর-দক্ষিণ মেট্রো পরিষেবার সময় বাড়ানো হয়েছে। রাত সাড়ে ৮টার বদলে রাত ৯টায় দমদম এবং কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে। উত্তরের প্রান্তিক স্টেশন নোয়াপাড়া থেকে রাত ৮টা ২৫ মিনিটের পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৫৫ মিনিটে।

আরও পড়ুনঃ ভলভো বাসে ঠাকুরদর্শন, জলযানে চড়ে ভাসান! অনলাইন বুকিং শুরু পরিবহণ নিগমের

কবি সুভাষ ও দমদম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। সকাল ও সন্ধ্যের অতি ব্যস্ত সময়ে এবার ৮ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। এখন থেকে সোম থেকে শনি ১৪৬টির বদলে পরিষেবার জন্য থাকছে ১৫২টি ট্রেন। দুর্গাপুজোর দিনগুলোয় মেট্রো পরিষেবার নয়া সময়সূচিও প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ১৩ বছর না হলে পরীক্ষার্থীরা দিতে পারবে না মাধ্যমিক

২২ অক্টোবর, ষষ্ঠীর দিন সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেট্রো। ২৩ থেকে ২৫ অক্টোবর অর্থাৎ, সপ্তমী থেকে নবমী দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এই কয়েকদিন মেট্রো মিলবে ৮ মিনিট অন্তর। ২৬ অক্টোবর অর্থাৎ দশমীর দিন সকাল ১০টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চলাচল করবে।

এবার থেকে প্রতি রবিবার মেট্রো পরিষেবার সময় আরও বৃদ্ধি করা হয়েছে। গতকাল রবিবার থেকে কার্যকর হয়েছে নয়া পরিষেবা। এখন থেকে রবিবার সকাল ১০টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here