ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
অন্য রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ,পর্যটক ও পড়ুয়াদের ফেরার অনুমতি দিল কেন্দ্র।
Ministry of Home Affairs (MHA) allows movement of migrant workers, tourists, students etc. stranded at various places. #CoronavirusLockdown pic.twitter.com/3JH2YPAuQU
— ANI (@ANI) April 29, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে কিভাবে ফেরানো হবে সে বিষয়ে রাজ্যগুলোকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আটকে থাকা শ্রমিকদের প্রথমে শারীরিক পরীক্ষা করা হবে, তারপর কোনো করোনা উপসর্গ না থাকলে তাদেরকে পাঠানো হবে।
লকডাউনের দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা নানা জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বাড়ি ফেরার দাবিতে। তার মধ্যে দিল্লি, মুম্বাই, সুরাট উল্লেখযোগ্য। গতকালই সুরাটে বাড়ি ফেরার দাবিতে শ্রমিকরা পথে নামে। আজ হায়দ্রাবাদেও আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফেরার দাবিতে আন্দোলনে নামে।(টিচার ছবি সংগৃহীত ও প্রতীকী)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584