Covid19: আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী কোভিড বিধি বাড়াল কেন্দ্র

0
54

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আর মাত্র কয়েকদিন পরেই দুর্গাপুজো। শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। তারপর রয়েছে কালীপুজো, এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হতেই থাকবে সারাবছর ধরে। তাই এই উৎসবের মরশুমে যাতে করোনা সংক্রমণের হার বেড়ে না যায় তার জন্য রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। পরিস্থিতি বিচার করে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কোভিড বিধিনিষেধ বাড়িয়ে দিল কেন্দ্র।

Covid19 containment zone

গতকাল সোমবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। চিঠিতে লেখা হয়েছে, আগের তুলনায় করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটেছে। কিন্তু সামনেই উৎসবের মরসুম। এই সময় পুজো মণ্ডপ কিংবা মেলায় যদি জমায়েত বাড়তে থাকে তাহলে ফের সংক্রমণ বাড়ারও আশঙ্কা রয়েছে। তাই পুজো মণ্ডপে ভিড় এড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিক রাজ্য।

আরও পড়ুনঃ পুজোর চাঁদা আদায়ে অভিনব পদ্ধতি ত্রিপুরার পুজো গাইডলাইনে

শুধু তাই নয়, টিকাকরণের গতিও সেক্ষেত্রে বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। কারণ, প্রতিদিন দেশে দৈনিক করোনা সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে৷ কিন্তু তার পরেও বেশকিছু রাজ্যে স্থানীয়ভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে৷ তাই উৎসবের আয়োজন করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। আর টিকাকরণের গতিও বাড়াতে হবে।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে ভিড় এড়াতে রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি। সামনে পরপর উৎসব। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে দেশজুড়ে কনটেইনমেন্ট বিধি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার। আর যাতে অধিক হারে সংক্রমণ না ছড়ায় সেদিকে নিয়মিত নজরদারি রাখার নির্দেশ দিল রাজ্যগুলিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here