নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
থামানোই যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সকে। ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদকেও হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে মুম্বই বিস্ফোরণে ফের বড় রান। এদিন রোহিত শর্মা আউট হয়ে গেলেও দলকে টানলেন ডি কক। ৩৯ বলে ৬৭ রান করলেন তিনি।
রান পান সূর্যকুমার যাদব, ইশান কিষান, হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে পোলার্ড প্রত্যেকেই। শেষ পাঁচ ওভারে হার্দিক, পোলার্ড এবং ক্রুনালের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্য ২০ ওভারে মুম্বই তোলে পাঁচ উইকেটে ২০৮ রান।
শারজার ছোট মাঠে বড় রান হচ্ছে লড়াইও হচ্ছে, শুরুটা ভালই করেছিলেন হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। মুম্বইয়ের বাঁ হাতি বোলার ট্রেন্ট বোল্টের বলে বেয়ারস্টো ফেরেন।
আরও পড়ুনঃ আরও বেশি সময় কোচিং টিমকে দেবেন ডিকের মন্তব্যে বিতর্ক
এরপরে ওয়ার্নার ও মণীশ পাণ্ডে ৬০ রান জোড়েন। ১৯ বলে ৩০ রান করে আউট হন মণীশ। তবে ব্যর্থ হন কেন উইলিয়ামশন ৬0 রান করেন ওয়ার্নার। ২০ ওভারে ১৭৪ বেশি করতে পারেনি হায়দ্রাবাদ। এদিন আবার রেকর্ড গড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলে ছুঁয়ে ফেললেন সুরেশ রায়নাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584