প্রতিবাদের অন্যতম মাধ্যম ‘মিছিল’ শীঘ্রই আসছে বড়োপর্দায়

0
217

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

শীঘ্রই বড়োপর্দায় মুক্তি পেতে চলেছে সুরজিৎ নাগ ও উজ্জ্বল বসু পরিচালিত ছবি ‘মিছিল’। ইতিমধ্যেই ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছে ‘মিছিল’-এর ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বাসবদত্তা চ্যাটার্জী, ভাস্বর চ্যাটার্জী, সমদর্শী দত্ত, শান্তিলাল মুখার্জী, ফাল্গুনী চ্যাটার্জী সহ অন্যান্য তারকারা।

মিউজিক লঞ্চ। ছবিঃ প্রকাশ পাইন

প্রচেত গুপ্ত-র লেখা ছোটগল্প ‘মিছিল’ অবলম্বনে তৈরী হয়েছে এই সিনেমাটি। ছবির মুখ্যচরিত্র শ্রীময়ী-র ভূমিকায় দেখা যাবে বাসবদত্তা-কে। মানুষের জীবনে মিছিল কতটা প্রভাব ফেলতে পারে সেই নিয়েই এই ছবির গল্প।

ফ্রেমবন্দী ভাস্বর-বাসবদত্তা। নিজস্ব চিত্র

একটি মেয়ে কিভাবে মিছিলে জড়িয়ে পড়লো এবং তার জীবনে মিছিল কিরকম প্রভাব ফেলল। তা জানতে হলে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দর্শককে। ২৪শে জানুয়ারি বড়োপর্দায় মুক্তি পেতে চলেছে ‘মিছিল’।

ছবিঃ প্রকাশ পাইন

‘মিছিল’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুরজিৎ নাগ ও উজ্জ্বল বসু। সুরজিৎ নাগ পেশায় একজন শিক্ষক। ‘মিছিল’-এর হাত ধরেই চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু করেন তিনি।

তিনি মনে করেন শিক্ষকতাও একধরণের পরিচালনা। শিক্ষাক্ষেত্রে তিনি একজন শিক্ষক হিসাবে পড়ুয়াদের পরিচালনা করেন।

নিজস্বীতে ব্যস্ত। ছবিঃ প্রকাশ পাইন

১৬ জানুয়ারি কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ‘মিছিল’-এর মিউজিক লঞ্চ। এদিন ‘মিছিল’-এর মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক সুরজিৎ নাগ, অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী, অভিনেতা ভাস্বর চ্যাটার্জী, সঙ্গীত পরিচালক রাজা নারায়ণ দেব, প্রচেত গুপ্ত সহ অন্যান্যরা।

ছবিঃ প্রকাশ পাইন

এই ছবিতে রয়েছে মোট ৪টি গান। ‘মিছিল’-এ রাজা নারায়ণ দেব-এর পরিচালনায় গান গেয়েছেন কৌশিকী চক্রবর্তী, জয়তি চক্রবর্তী, জিনিয়া রায় এবং শুভম ব্যানার্জী। এই ছবিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘মম চিত্তে’ গানটি জয়তি চ্যাটার্জী-র কণ্ঠে শোনা যাবে।

ছবিঃ প্রকাশ পাইন

পুরনো গানই একটু অন্যরকমভাবে উপস্থাপনা করা হয়েছে ‘মিছিল’-এ। এদিন তারকাখচিত ‘মিছিল’-এর মিউজিক লঞ্চ ছিল জমজমাট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here