হাজির ‘ম্যাঁও’-এর ট্রেলার

0
338

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শৌভিক মিত্র পরিচালিত মাইক্রো সিরিজ ‘ম্যাঁও’-এর ট্রেলার হাজির। আর তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে গল্পের নায়ক টিনটিন থুড়ি মৈনাক ব্যানার্জি লিখেছেন- “একটা ফুরফুরে জিনিস বানাতে চেয়েছিলাম সবাই মিলে। চাইনি প্রথম কাজেই সবাইকে চমকে দিতে, চেয়েছিলাম শুধু একটা সোজা সরল , সাধা সিধে কিছু দেখাতে। সময় ছিল অল্প, কিন্তু উত্তেজনা অফুরান। তার জোরে ‘ম্যাঁও’ হল, আর আমরা এখনো একটা ঘোরের মধ্যে। সত্যি সত্যি হল!! শুরুটা হটাৎ করেই হয়েছিল, এখন সবাই একটু সাহস দিলে মনে হয় অনেকদূর যাওয়া যেতে পারে একসঙ্গে। আপাতত ছোট ছোট কিছু মুহূর্ত নিয়ে আমাদের ‘Micro series ‘-এর ‘ট্রেলার’ রইল সবার জন্য।”

meow romantic scene | newsfront.co
ছবি সৌজন্যে ফেসবুক

পরিচালক শৌভিক মিত্র লিখেছেন- “এসে গেছি ‘মোমো’ আর ‘টিনটিন’ কে নিয়ে !!! বন্ধুরা মিলে বানানো, বন্ধুদের কাজ , আমাদের মাইক্রো-সিরিজ ‘ম‍্যাঁও’ -এর ট্রেলার। কোনও পাকামি করিনি, সৎভাবে একটা সোজা সরল, ছোট্ট-মিষ্টি, প্রেমের গল্প বলার চেষ্টা করেছি মাত্র। ট্রেলার’টা রইল। ভালো লাগলে, রিলেটেবল লাগলে, মন ছুঁয়ে গেলে, ভালোলাগার, ভালোবাসার মতন মনে হলে একটু প্লিজ লাইক, শেয়ার করে দিস/দিও/দেবেন।খারাপ লাগলে সেটাও মন খুলে জানা/জানাস/জানাবেন। শুভেচ্ছা ও ভালোবাসার অপেক্ষায় থাকলাম ।
বাকি গোটা সিরিজ নিয়ে খুব জলদি আসছি….দেখা হবে!!”

এবার কথা হল কে এই টিনটিন? কে এই ম্যাঁও? ম্যাঁও বললেই যার কথা চোখের সামনে ভেসে ওঠে সে তো একটি বিড়াল। তা হলে কি এবার গল্পের বিষয়বস্তু শেষ পর্যন্ত বিড়াল? আর কী কোনও বিষয় নেই পৃথিবীতে? গল্পের অভাব? সাহিত্য টাহিত্য খুঁজে পাওয়া যাচ্ছে না? থ্রিলার মাথায় আসছে না লিখিয়েদের। ধীরে বৎস ধীরে। এত উত্তেজিত হলে চলে? তা হলে তো টিনটিন আর মোমোকে চেনা যাবে না। গল্পের নায়ক-নায়িকা যে তারাই।

movie scene | newsfront.co
ছবি সৌজন্যে ফেসবুক

বিপরীতধর্মী দুই চরিত্র মোমো এবং টিনটিন। প্রেম, ভালবাসা, সাংসারিক জীবন এবং সম্পর্কের টানাপোড়েন এই সবের মিশেলে চিত্রনাট্যের বুনট। এ হেন মোমো আর টিনটিনকে ঘরে ঘরে দেখা যায়। অতিমারী, লকডাউন, কীভাবে দাম্পত্যজীবন এবং সাংসারিক জীবনকে প্রভাবিত করছে তারই জলজ্যান্ত দৃষ্টান্ত বহন করে ‘ম্যাঁও’। এরা হুলো আর মেনির মতো দিনরাত ঝগড়া করে। আবার একে অপরকে ভালোওবাসে।

আরও পড়ুনঃ কনে বউয়ের সাজে শ্রাবন্তী, সরগরম নেটদুনিয়া

Meow trailer | newsfront.co
ছবি সৌজন্যে ফেসবুক

টিনটিনের চরিত্রে রয়েছেন টলিউডের পরিচিত মুখ মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং মোমোর চরিত্রে অনিন্দিতা ভদ্র। থিয়েটারের অভিনেত্রী অনিন্দিতা এই প্রথম ক্যামেরার সামনে। এই ছবির অনেকখানি অংশের শ্যুটিং হয়েছে লালমাটির দেশ বীরভূমে। রবি ঠাকুরের আপন দেশ বোলপুরের দারোন্দায় ছবির অধিকাংশ আউটডোর শ্যুটিং।
ছবির সঙ্গীত পরিচালনায় নবাগত স্বাগত বন্দ্যোপাধ্যায়। কণ্ঠশিল্পী সোমেশ্বর চন্দ।

আরও পড়ুনঃ মা হওয়ার এক মাস পালনে মহৎ উদ্যোগ সোনালীর, পাশে ভাস্বর

meow series | newsfront.co
ছবি সৌজন্যে ফেসবুক

এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে আছেন, আবির বন্দ্যোপাধ্যায়। ছবির ক্রিয়েটিভ প্রযোজক সায়ন চৌধুরী এবং কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দাস। জানা গিয়েছে, ‘বং শো’ প্রযোজনা সংস্থার ব্যানারে স্বল্প বাজেটের, স্বল্পদৈর্ঘের এই ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। দেখে নিতে পারেন ট্রেলার। মজা পাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here